জয়পুরহাটের আক্কেলপুরে রাস্তায় গাছ ফেলে ধানবাহী ট্রাক, ডিমবাহী পিকাপ ও আদিবাসীদের একটি ট্রাকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা চালক, হেলপার ও আদিবাসীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা লুট করে নেয়।
শনিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের আক্কেলপুর-সান্তাহার রোডে কাদোয়া বটতলী এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫-২০ জনের সশস্ত্র ডাকাত রাস্তার পাশে একটি গাছ কেটে রাস্তার ফেলে ব্যারিকেট দেয় গাড়ি চলাচল বন্ধ করে দেই। এসময় দিনাজপুর বিরল উপজেলা থেকে আতব ধান বোঝাই একটি ট্রাক ওই জায়গায় পৌছলে আগে থেকে ফেলে রাখা গাছের সাথে লেগে পাশে খালে নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায়। চালক-হেলপারকে মারধর করে তাদের কাছ থেকে ১৫ হাজার টাকা নেয়। পড়ে ডাকাত দল ধারালো অস্ত্রের মুখে সেখানে আটকা পড়ে একটি মুরগির ডিমবাহী ট্রাক থেকে প্রায় দেড় লক্ষ টাকা ও আদিবাসীদের একটি ট্রাকে যাত্রীদের মারধর করে তাদের মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাতরা।
ট্রাক চালক হান্নান বলেন, সড়কে গাছ ফেলানো দেখে গাছের উপর দিয়ে ট্রাক চালিয়ে পার হওয়ার চেষ্টা করি। এসময় গাড়িতে বেশি লোড থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। তখন ডাকাতরা আমাদের গাড়ির ভিতর থেকে টেনে বের করে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে হেলপারের কাছে থাকা ১৫ হাজার টাকা এবং আমাদের মোবাইল ফোন, গাড়ির কাগজপত্র এবং গাড়িতে থাকা ধানের কাগজপত্র ছিনিয়ে নেয় তারা।
আক্কেলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার বলেন, আমরা পেট্টোল ডিউটিতে রানিংয়ে ছিলাম। তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গেলে আমাদের দেখে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় ট্রাক চালক আহত হয়েছে এবং আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/ এমএস