ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদকে সভাপতি ও মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলামকে সেক্রেটারি নির্বাচিত করে এই কমিটি গঠন করা হয়।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর কাওরানবাজারস্থ ওয়াসা ভবন সংলগ্ন সড়কে আয়োজিত নগর সম্মেলনে এই ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের জনগণ ইসলামপন্থিদের ঐক্য প্রত্যাশা করে এবং নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, দেশের কল্যাণ নিশ্চিত করতে ভালো নীতি ও আদর্শের নেতৃত্ব প্রয়োজন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
এছাড়া প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা ইমতিয়াজ আলম, মুফতী দেলোয়ার হোসাইন সাকীসহ অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য প্রদান করেন।
কেকে/এমএস