মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫,
৯ বৈশাখ ১৪৩২
বাংলা English

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
শিরোনাম: বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিনকে অব্যাহতি      পরিকল্পিত ও পরিবেশবান্ধব ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগ প্রয়োজন      বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও বিডার আশ্বাস      সাতক্ষীরায় দুধ কিনতে না পেরে মাত্র ২০ হাজার টাকায় সন্তান বিক্রি      খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন      ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা      হাতিরঝিলে অবৈধ পকেট গেট বন্ধের নির্দেশ রাজউক চেয়ারম্যানের      
আইন-আদালত
জামিন পেলেন বিতর্কিত ম্যাজিস্ট্রেট ঊর্মি
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১২:৫৭ পিএম  (ভিজিটর : ১১৭)
সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি, ছবি: সংগৃহীত

সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি, ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদ আবু সাঈদকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি জামিন পেয়েছেন।

রোববার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ৪ ফেব্রুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছেন।

এদিন সকাল ১০টা ৫৫ মিনিটে তাপসী তাবাসসুম ঊর্মি আদালতে হাজির হন। আসামিপক্ষের আইনজীবী অভিযোগ গঠন শুনানির জন্য সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পাশাপাশি, তার পক্ষে জামিনের আরেকটি আবেদন করা হলে শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ৮ অক্টোবর শহিদ আবু সাঈদসহ অন্য শহিদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ ঢাকার আদালতে মানহানির মামলা দায়ের করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ২৮ নভেম্বর আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। ওই দিন তাপসী তাবাসসুম ঊর্মি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ শ টাকা মুচলেকায় জামিন আবেদন নামঞ্জুর করেন।

এরপর মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় অন্য একটি আদালতে বদলি করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, গত ৫ অক্টোবর তাপসী তাবাসসুম ঊর্মি শহিদ আবু সাঈদসহ অন্য শহিদদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবমাননাকর মন্তব্য করেন। একইসঙ্গে, তিনি ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও বিষোদগারমূলক বক্তব্য পোস্ট করেন।

অভিযোগে আরও বলা হয়, তিনি দায়িত্বশীল পদে থেকেও সংবিধানসম্মতভাবে গঠিত সরকারপ্রধান সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন, যা জনমনে ভীতি ও অসন্তোষ সৃষ্টি করেছে।

ফেসবুকে পোস্টের পরদিন, ৬ অক্টোবর, জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে বদলি করে। এরপর ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  তাপসী তাবাসসুম ঊর্মি   ম্যাজিস্ট্রেট ঊর্মি   বিতর্কিত ম্যাজিস্ট্রেট ঊর্মি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

লোহাগাড়া থানা থেকে অস্ত্র লুটের মূলহোতা গ্রেফতার
‘আমার লজ্জা নেই’ পোশাক-চেহারা বিতর্কে যা বললেন বিদ্যা
ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও, বিক্ষোভকারীদের ওপর বিএনপির হামলা
ধানক্ষেতে বন্যহাতির তাণ্ডব, নির্ঘুম রাত কাটছে সীমান্তবাসীর
শ্রীমঙ্গলে ‘তথ্য কেন্দ্র ও ব্রেস্ট ফিডিং রুম’ এর ভিত্তি প্রস্তর উদ্বোধন

সর্বাধিক পঠিত

কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক মেয়র তফাজ্জলের বিরুদ্ধে
মতলব উত্তরে আ. লীগের কার্যালয় দখল, সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ালেন বিএনপি
কাউনিয়ায় আ. লীগ সাধারণ সম্পাদক হান্নান গ্রেফতার
বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত
ত্রাণের চাল বিতরণ না করে গুদামজাত, সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close