চাঁদপুরের মতলব উত্তরে পৃথক অভিযান পরিচালনা করে ২৯পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫০গ্রাম গাঁজা সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (২৫ জানুয়ারি) রাতে সাদুল্ল্যাপুর ইউনিয়ন ও দূর্গাপুর ইউনিয়ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মতলব উত্তর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের চান্দ্রাকান্দি গ্রামের ইসহাক প্রধানের ছেলে মোজাম্মেল হক মোজা (৩৮), একই এলাকার আবুল হোসেনের ছেলে মহসিন (২৯) এবং দূর্গাপুর ইউনিয়নের বড় দূর্গাপুর ঋষি বাড়ির মৃত কালিচরনের ছেলে নয়ন মনি (৩০)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) খুরশিদ আলম সহ সঙ্গীও ফোর্স অভিযান পরিচালনা করে ২৯ পিস ইয়াবা সহ চান্দ্রাকান্দি গ্রামের মোজাম্মেল হক মোজা ও মহসিনকে গ্রেফতার করে এবং পৃথক ঘটনায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাফর আহম্মেদ সহ সঙ্গীও ফোর্স অভিযান পরিচালনা করে দূর্গাপুর ঋষি বাড়ির নয়ন মনির কাছ থেকে ৩৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কেকে/ এমএস