ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৮৯,১০,০০০/- টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের এ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে জব্দ করেছে বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি'র) সদস্যরা।
শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় কসবা কোম্পানী সদর দপ্তরের সদস্যরা এসব মোবাইল ডিসপ্লে জব্দ করে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে.কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৬:৪০ মিনিটের দিকে কসবা কোম্পানী সদর দপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে কসবা উপজেলার গংগানগর নামক স্থান হতে ১৬২০ পিস ভারতীয় উন্নতমানের বিভিন্ন এ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে জব্দ করে। যাহার সিজার মূল্য ৮৯,১০,০০০/- (ঊননব্বই লক্ষ দশ হাজার) টাকা। এবং জব্দকৃত মোবাইল ডিসপ্লে গুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা করার জন্য প্রস্ততি চলছে।
তিনি আরো বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও সর্বোচ্চ গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
কেকে/ এমএস