পলি পড়ে খালের উৎসমুখ ভরাট, ভোগান্তিতে কৃষক
মেরাজ নাছিম, কিশোরগঞ্জ
প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ২:৩৫ পিএম (ভিজিটর : ৫২)
ছবি: প্রতিনিধি
কিশোরগঞ্জের নিকলীতে উৎসমুখ ভরাট হওয়ায় দীর্ঘ সাড়ে ৮ কিলোমিটার বুরুলিয়া খালের সুবিধা ভোগ করতে পারছেন না কৃষকরা। নদীর পলি পড়ে খালের উৎসমুখ ভরাট হয়ে যাওয়ায় পানির অভাবে হাওরের পাঁচ হাজার হেক্টর জমিতে সেচ দেওয়া যাচ্ছে না।
নিকলীর জোয়ানশাহী হাওরের মাঝ দিয়ে বয়ে গেছে সাড়ে ৮ কিলোমিটার দীর্ঘ বুরুলিয়া খাল। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ২কোটি ৬১লাখ টাকা অর্থায়নে খাল খনন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের মে মাস পর্যন্ত খাল খননের কাজ করে ঠিকাদার নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কারার শাহরিয়ার আহমেদ তুলিপ।
দ্রুত খালের উৎসমুখ খনন করে সেচ নিশ্চিতের দাবি জানিয়ে কৃষকেরা বলেন, নদী থেকে খালে পানি প্রবাহ না থাকায় শুকনো মৌসুমে সেচ সুবিধা মিলছে না। এ কারণে পাঁচ হাজার হেক্টর বোরো জমি আবাদের জন্য বাড়তি খরচ হচ্ছে । উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় খেয়ে পড়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।
এবিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম জানান, নদীর পলি পড়ে খালের উৎসমুখ ভরাট হয়ে যায়। চাষিদের ভোগান্তির কথা চিন্তা করে খালের উৎসমুখ খননের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে।
কেকে/ এমএস