লালমনিরহাট জেলার সরকারী আদিতমারী জিএস মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রোববার (২৬ জানুয়ারী) সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্টান অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকী। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত, সরকারী আদিতমারী জিএস মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শওকাত আরা সিদ্দিকী, রৌপ্য ইলিশ পদক প্রাপ্ত স্কাউটার ও স্কাউটসের জেলা সাবেক সহ-সভাপতি মোজাম্মেল হক,স্কাউটসের সম্পাদক মফিদুল ইসলাম মোহন প্রমূখ খেলা পরিচালনা করেন সহকারী শিক্ষক জাহিদ হাসান শান্ত।
ক্রীড়া প্রতিযোগিতায় ছিল সকালে মিনি ম্যারাথন, দৌড়, চাকতি নিক্ষেপ, লৌহ গুলক নিক্ষেপ, বর্ষা নিক্ষপ, রশি দৌড়, যেমন খুশি তেমন সাজ, শিক্ষকদের মিউজিক্যাল চেয়ার ও বালিশ পাচার সহ ২৫ টি ইভেন্টে বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক ও শিক্ষীকা অংশগ্রহন করেন।
উল্লেখ্য আগামিকাল সোমবার (২৭ জানুয়ারী) আদিতমারী জিএস মডেল স্কুল এন্ড কলেজের নবীন বরন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরুস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
কেকে/এআর