মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫,
৯ বৈশাখ ১৪৩২
বাংলা English

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
শিরোনাম: বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিনকে অব্যাহতি      পরিকল্পিত ও পরিবেশবান্ধব ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগ প্রয়োজন      বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও বিডার আশ্বাস      সাতক্ষীরায় দুধ কিনতে না পেরে মাত্র ২০ হাজার টাকায় সন্তান বিক্রি      খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন      ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা      হাতিরঝিলে অবৈধ পকেট গেট বন্ধের নির্দেশ রাজউক চেয়ারম্যানের      
জাতীয়
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার স্থগিত, কারণ জানালেন মহাপরিচালক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৩:৪৮ পিএম  (ভিজিটর : ১০৪)
ছবি: বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম

ছবি: বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪-এর জন্য ঘোষিত পুরস্কারপ্রাপ্ত লেখকদের তালিকা তিনদিনের জন্য স্থগিত করেছে প্রতিষ্ঠানটি। পুরস্কার স্থগিতের বিষয়ে এবার মুখ খুলেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

একইসঙ্গে এক ফেসবুক পোস্টে পুরস্কার স্থগিতের ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিন কার্যদিবসের মধ্যে আবার তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।

পুরস্কার স্থগিতের বিষয়ে এবার মুখ খুলেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। আজ রোববার (২৬ জানুয়ারি) তিনি জানিয়েছেন, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাওয়া কারও বিরুদ্ধে গনবিরোধী রাজনীতি এবং গণহত্যায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।

তিনি বলেন, গণবিরোধী রাজনীতি এবং গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছিল বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাওয়া কারও কারও বিরুদ্ধে। সেসব তথ্য যাচাই বাছাই করার জন্য পুরস্কারটি স্থগিত করা হলো। তদন্ত শেষে যদি প্রমাণ মেলে, তবে অবশ্যই তাদেরকে বাদ দেয়া হবে।

এদিকে, ঘোষিত পুরস্কার নিয়ে শুরু থেকেই প্রতিবাদ করে আসছেন কবি-লেখকদের একাংশ। জানা যায়, ফারুক নওয়াজ ও মোহাম্মদ হাননানের একাধিক শেখ মুজিবকে নিয়ে বই রয়েছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এছাড়া এবারের পুরস্কারপ্রাপ্তদের তালিকায় কোন নারী লেখক পুরস্কৃত হোন নি বলে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। এই নারী কোটার বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার পোস্টে ইঙ্গিত দিয়েছেন।

ফেসবুক পোস্টে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘‘বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। এখন সময় এসেছে নীতিমালা পুনর্বিবেচনার। বাংলা একাডেমির কার্যক্রম পরিচালনায় স্বচ্ছ ও গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন জরুরি। প্রতিষ্ঠানটির সংস্কার জরুরি হয়ে পড়েছে।’’

এর আগে, গত ২৩ জানুয়ারি ২০২৪ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য ১০ জন কবি-লেখকের নাম ঘোষণা করা হয়। তালিকায় ছিলেন কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার   বাংলা একাডেমির মহাপরিচালক   অধ্যাপক মোহাম্মদ আজম  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

লোহাগাড়া থানা থেকে অস্ত্র লুটের মূলহোতা গ্রেফতার
‘আমার লজ্জা নেই’ পোশাক-চেহারা বিতর্কে যা বললেন বিদ্যা
ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও, বিক্ষোভকারীদের ওপর বিএনপির হামলা
ধানক্ষেতে বন্যহাতির তাণ্ডব, নির্ঘুম রাত কাটছে সীমান্তবাসীর
শ্রীমঙ্গলে ‘তথ্য কেন্দ্র ও ব্রেস্ট ফিডিং রুম’ এর ভিত্তি প্রস্তর উদ্বোধন

সর্বাধিক পঠিত

কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক মেয়র তফাজ্জলের বিরুদ্ধে
মতলব উত্তরে আ. লীগের কার্যালয় দখল, সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ালেন বিএনপি
কাউনিয়ায় আ. লীগ সাধারণ সম্পাদক হান্নান গ্রেফতার
ত্রাণের চাল বিতরণ না করে গুদামজাত, সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত
বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close