অবৈধভাবে দখল করা সকল নদী গুলোকে পুণরুদ্ধার করতে দেশের সকল নদী গুলোকে দখল মুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন, বিআইডব্লিউটিএর পরিচালক(বন্দর ও পরিবহন) এ.কে.এম আরিফ উদ্দিন।
আজ রোববার (২৬ জানুয়ারি) সকালে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এসময় বিআইডব্লিউটিএর পরিচালক জানান, প্রথম দফায় ঘোড়াশালে শীতলক্ষ্যা, কক্সবাজারের বাশখাঁলি, বরিশালের কীর্তনখোলা, খুলনার রুপসা ও বরগুনার খাদ্যনদী গুলোকে চিহ্নিত করা হয়েছে। এসব নদী গুলোকে দ্রুত সময়ের মধ্যে দখল মুক্তকরে নদীর প্রাণ ফিরিয়ে আনা হবে।
এর আগে সকাল দশটায় ঘোড়াশাল ফেরিঘাট এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিট্রেটট জিয়াউর রহমান। এই অভিযান চলবে টানা আরো তিন দিন। প্রথমদিন প্রায় ২শতাধিক স্থাপনা অপসারণ করা হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএর, উপ-পরিচালক মোবারক হোসেন মজুমদার, মোঃ রেজাউল করিম ও ঘোড়াশাল নদী বন্দরের উপ-পরিচালত মোঃ নূর হোসেন সহ আইনশৃক্সখলা বাহিনীর সদস্যরা।
কেকে/এআর