বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার নরুন্দি পূর্ববাজার বালু মাঠে এই আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মো: ওয়ারেছ আলী মামুন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক মোকছেদুর রহমান হারুন, মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা বেগম, জামালপুর সদর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, যুগ্ম আহ্বায়ক নুরুল্লা, সদস্য সচিব নজরুল ইসলাম, নরুন্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তারা মিয়া ভুট্টু।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ এমদাদুল হক সাহেব ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুফিয়ান কবির শিপন।
অনুষ্ঠানে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া ও হতদরিদ্রদের মাঝে ৩০০ পিস কম্বল বিতরণ করা হয়।
কেকে/এইচএস