দেশে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়েছে এবং তা দমনে প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৬ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানান, ৫ আগস্টের কারাগার থেকে পলাতক আসামিদের মধ্যে অধিকাংশকে পুনরায় আটক করা হয়েছে। তবে এখনো প্রায় শাত শতাধিক আসামি পলাতক রয়েছে। পলাতক আসামীদের আটক করতে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের পুনরায় আটক করার প্রক্রিয়া শুরু হবে। যারাই আটক হবে তাদের আইনের আওতায় আনা হবে।
এছাড়া, জুলাই-আগস্টে আহত বন্দিদের পুনর্বাসনের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
পুলিশের কার্যক্রম নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের স্বল্পতা নেই, তবে তাদের কাজের প্রতি আগের সে উদ্যম টা নেই।
পরে কারাগারে বন্দিদের সঙ্গে তাদের স্বজনদের সাক্ষাৎকারের ভোগান্তি কমাতে একটি হেল্পলাইনের উদ্বোধন করেন। এখন থেকে ‘০৯৬১২০২১৬৯০’ নম্বরে কল করে ঘরে বসেই বন্দিদের স্বজনরা সারাদেশের ৬৮টি কারাগারে থাকা বন্দিদের তথ্য মিলবে। এটি ব্যবহার করে বন্দির অবস্থান, হাজিরার তারিখ, সাক্ষাতের তারিখ, ফোনে কথা বলার তারিখ, শারীরিক অবস্থা, প্যারোলে মুক্তি সম্পর্কিত তথ্য পাওয়া যাবে। সেই সঙ্গে অভিযোগ কিংবা পরামর্শ দেওয়া যাবে।
কারাগারে থাকা বন্দিদের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারাগারে সব কিছুই ঠিকঠাক আছে, তবে কারাগারের ধারণ ক্ষমতার চেয়ে বন্দী কিছুটা বেশি বলে জানান তিনি।
কেকে/এজে