মানিকগঞ্জের সিংগাইরে ২০ লিটার চোলাই মদসহ ১ মাদক কারবারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (২৫ জানুয়ারী) রাত ১২ টার দিকে পূর্ব ভাকুম জনৈক ফরহাদের মুদি দোকানের সামনে কাচা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারী উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর ভাকুম এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. ইমরান হোসেন ওরফে পাখি (২৬)।
জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মো. আব্দুল হাই তালুকদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল এসআই মোঃ সজল হকের নেতৃত্বে জয়মন্টপ বাসস্ট্যান্ডে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ভাকুম জনৈক ফরহাদের মুদি দোকানের সামনে থেকে ২০ লিটার চোলাই মদসহ আটক করা হয়।
তিনি আরো জানান, এ সংক্রান্ত সিংগাইর থানায় ১টি মাদক মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
কেকে/ এইচএস