সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫,
১৪ মাঘ ১৪৩১
বাংলা English

সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
শিরোনাম: রেলের স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান সরকারের      মাঝরাত থেকে বন্ধ হওয়ার সম্ভাবনা ট্রেন চলাচল      ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদির চিঠি      গুচ্ছ ভর্তি পরীক্ষা বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়কে নির্দেশ      আমরা আনুপাতিক হারে নির্বাচন চাই: জামায়াত সেক্রেটারি      পুতুলের দুর্নীতি মামলার তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখনো আসেনি: মুখপাত্র      ক্ষমতা আর সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণদের কেনা যাবে না: হাসনাত       
রাজধানী
রাজধানীতে বিশেষ অভিযানে ১৫ ছিনতাইকারী গ্রেফতার
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর (ঢাকা)
প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৮:৩৫ পিএম  (ভিজিটর : ৩৬)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

রোববার (২৬ জানুয়ারি) মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এসি তারেক সেকান্দার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো- মো. আকরাম হোসেন, মো. জাহিদুল হাসান ওরফে জাহিদ, মো. মিরাজ, মো. রাহাত আহম্মেদ ওরফে বাদশা, মো. সাগর, মো. শাহিন, মো. তাজু ইসলাম, হাবিব, শাকিল, শরীফ হাওলাদার, মেহেদী হাসান, আরিফুর রশোন, মো. ফরহাদ হোসেন, জহিরুল ইসলাম, মো. আরিফ। এদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে মোহাম্মদপুর থানা এলাকার ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, বসিলা ৪০ ফিট ও নদীর পাড়ের ওয়াকওয়ে এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের নেতৃত্বে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোনের সহকারি পুলিশ কমিশনার, সহকারি পুলিশ কমিশনার (পেট্রোল) ও মোহাম্মদপুর থানার চৌকস টিম এই বিশেষ অভিযান পরিচালনা করে। বিশেষ অভিযানে ১৫ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ছিনতাইকাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা মোহাম্মদপুর এলাকার পেশাদার ছিনতাইকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের বিভিন্ন ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানাসহ বিভিন্ন থানায় ছিনতাই, মাদকসহ অন্যান্য মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এসি তারেক সেকান্দার। এর আগে মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন মহল্লায় চুরি ছিনতাই ও ডাকাতি সহ কিশোর গ্যাংয়ের অত্যাচার বেড়ে গেলে আইনশৃঙ্খলার অবনতি ঘটে।

গত দুদিনের অভিযানে কিছুটা হলেও স্বস্তি মিলবে এই ক্রাইম জোন এলাকাটিতে- এমন প্রত্যাশা কামনা করছেন এলাকাবাসী। মোহাম্মদপুর এলাকায় মূল সড়কগুলোতে চেকপোস্ট বসানোও জরুরী বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা।

কেকে/এজে

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

হ্যাটট্রিক জয়ে প্লে অফের কাছাকাছি রাজশাহী
মহসিন উদ্দিন দুদু মিয়া
রেলের স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান সরকারের
পঞ্চগড়ে আলোয়াখোয়া ইউনিয়নকে হারিয়ে জয় বলরামপুরের
ফরায়েজি আন্দোলনের মহানায়ক হাজী শরীয়তুল্লাহ

সর্বাধিক পঠিত

সীমান্তে ঘর নির্মাণ কাজ বন্ধ করে দিল বিএসএফ
কাউনিয়ায় পুত্রবধূকে ধর্ষণ চেষ্টায় শশুর আটক
হারিয়ে যাচ্ছে ভগবান চন্দ্র রায়ের জমিদার বাড়ির ঐতিহ্য
শাবিপ্রবির কুমিল্লা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তৌহিদ-সাগর
মাঝরাত থেকে বন্ধ হওয়ার সম্ভাবনা ট্রেন চলাচল

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝