জাকসু নির্বাচন নিয়ে ‘পরিবেশ পরিষদ’ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা বর্জন করেছে ক্রিয়াশীল তিন বামপন্থী সংগঠন।
রোববার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটা থেকে সভা শুরু হয়। তবে সভা শুরুর আগে এক যৌথ বিবৃতিতে সভা বর্জনের কথা জানায় ওই তিন সংগঠন।
গনতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে ওই বিবৃতিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয় শাখার বিপ্লবী ছাত্র মৈত্রীর সংগঠক সোমা ডুমরি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক সজিব আহম্মেদ জেনিচ এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন একাংশের সভাপতি অমর্ত্য রায়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনে আওয়ামী দোসরদের অবস্থান, অস্পষ্ট ভোটার তালিকা, জাকসু নির্বাচন বিষয়ক মিটিংয়ে বিভাগীয় প্রতিনিধি আহ্বানে অস্পষ্টতা, সভায় ছাত্রশিবিরকে আমন্ত্রণ করায় মতবিনিময় সভা বর্জন করেছে সংগঠনগুলো।
এদিকে, বামপন্থী তিন সংগঠনের পর সভা বর্জন করেছে শাখা ছাত্রদল। বিকেলে সভা শুরুর পর একদল নেতাকর্মী সভাকক্ষের অভ্যন্তরে প্রবেশ করে বর্জনের কথা বলে বেরিয়ে যায়। তবে তারা চলে যাওয়ার পর বাকি সংগঠনগুলোকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়।
কেকে/এজে