শুক্রবার, ৭ মার্চ ২০২৫,
২৩ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শুক্রবার, ৭ মার্চ ২০২৫
শিরোনাম: ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ      ডিসি ব্যবস্থা না নিলে আমাকেই নিতে হবে: রিজওয়ানা      ‘সরকার এখনো জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি’      এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ জন      কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনে নির্বাচন      দালাল নির্মূলে ঢাকা মেডিকেলে যৌথ বাহিনীর অভিযান, অর্ধশতাধিক আটক      ভারতের পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের নিয়ন্ত্রণ নেওয়া      
রাজনীতি
বাজার ব্যবস্থা সংস্কার করে জনগণকে রক্ষা করুন: সাইফুল হক
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৯:৩০ পিএম  (ভিজিটর : ৮৪)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, রাজনৈতিক সংস্কার টেকসই করতে অর্থনৈতিক সংস্কার নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দল ও সুশীল সমাজকে অর্থনৈতিক সংস্কারে আগ্রহী দেখা যাচ্ছে না। বাজার ব্যবস্থা সংস্কার করে জনগণকে রক্ষা করুন।

রোববার (২৬ জানুয়ারি) বিকালে ঢাকার দোহারের ইটাখোলা প্রাথমিক বিদ্যালয় মাঠে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার কাজে আসবে না। বিদ্যমান আয় ও ধনবৈষম্য টিকে  থাকলে সমাজে সাম্য প্রতিষ্ঠা করা যাবে না। রাজনৈতিক সংস্কার টেকসই করতে হলে অর্থনৈতিক সংস্কার নিশ্চিত করতে হবে।

সাইফুল হক বলেন, পাকিস্তানি জমানার মত এখনও একদেশে যেন দুই সমাজ, দুই অর্থনীতি চলছে। দেশের রাজনৈতিক দল ও সুশীল সমাজের রাজনৈতিক সংস্কারে যত আগ্রহ অর্থনৈতিক সংস্কারে সেই আগ্রহ দেখা যায় না। অনেকগুলো সংস্কার কমিশন গঠন হলেও বৈষম্য বিলোপে কোন কমিশন গঠিত হয়নি। গত সাড়ে পাঁচ মাসে অর্থনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি বলেন, বাজার ব্যবস্থার মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। বাস্তবে এই বাজারের মাধ্যমে মানুষ কিনতেও ঠকে আবার বেচতেও ঠকে। তিনি উৎপাদকসহ জনগণকে রক্ষায় জরুরী ভিত্তিতে বাজার সংস্কারের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। কারও ভুল বা হটকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবে না। এ ব্যাপারে রাজনৈতিক দল ও জনগণকে সতর্ক থাকতে হবে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে সংস্কার ও নির্বাচনের পথে গণতান্ত্রিক অভিযাত্রায় নিজেদের লক্ষ্যে দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে।

তিনি আরো বলেন, ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান শোষণহীন সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ এবার আর বিনষ্ট হতে দেয়া যাবে না। এজন্য  তিনি সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দোহার উপজেলা কমিটির সম্পাদক আবদুল হাকিম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন  মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য স্নিগ্ধা সুলতানা ইভা, পার্টির নবাবগঞ্জ জেলার সংগঠক শাহাদাত হোসেন খোকন, খন্দকার আলী আব্বাস স্মৃতি সংসদের নেতা আজহারুল হক প্রমুখ।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
মাদারীপুরে তিন নেতার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে নতুন কমিটি গঠন
উপেক্ষিত রংপুরের উন্নয়নে রিজু নামক নতুন সংগঠনের যাত্রা
শাহজাদপুরে হোটেলে লাগা আগুনে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু
ববির দর্শন বিভাগ ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্ত্বে ইফতেখার ও পিয়াল

সর্বাধিক পঠিত

লালপুরে প্রকাশ্যে ইউপি সদস্যকে লক্ষ্য করে গুলি
সখীপুরে তরুণীর গালে ছুরিকাঘাত করে ছিনতাই
শিক্ষা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের সময় এসেছে: অধ্যাপক নাসির
ডিসি ব্যবস্থা না নিলে আমাকেই নিতে হবে: রিজওয়ানা
ফুলবাড়ীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close