নীলফামারীতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুঃস্থ্য মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে জেলা সমবায় দলের উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার। বিশেষ অতিথির বক্তৃতা দেন জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এম এ হাফিজ।
এসময় জেলা সমবায় দলের আহ্বায়ক মাহমুদুল হক প্রধানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা সমবায় দলের সদস্য সচিব নুরুন্নবী দুলু, জিয়া পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর আলম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন প্রমুখ।
কেকে/এজে