শিরোনাম: |
ছবি:সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির বাসভবন ঘেরাও করতে আসা সাত কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন ঢাবি শিক্ষার্থীরা। বর্তমানে উভয় পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ চলমান রয়েছে। এমন অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাত কলেজ শিক্ষার্থীদের লক্ষ্য করে পাঁচ-ছয়টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।
রোববার (২৬ জানুয়ারি) রাত ১২টার পর থেকে থেমে থেমে এসব সাউন্ড নিক্ষেপ করা হয়।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহায়তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে শিক্ষার্থীদের ২টি পক্ষকে দ্বন্দ্বে না জড়ানোর অনুরোধ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এমন আহ্বান জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থী ভাইদের কোনোরকম উসকানিতে পা না দিয়ে শান্ত থাকার অনুরোধ জানাচ্ছি আমরা। নিজ নিজ প্রতিষ্ঠানের সিনিয়ররা দায়িত্ব নিয়ে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে নিজেদের ক্যাম্পাস এরিয়ায় নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
কেকে/এইচএস