শিরোনাম: |
ছবি: খোলা কাগজ
ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে এখনও সংঘর্ষ চলছেই।এতে মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হয়েছে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকা।
সংঘর্ষে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য রাকিব সহ এ পর্যন্ত উভয়পক্ষের অন্তত ২৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
রোববার (২৬ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নীলক্ষেত মোড় এলাকায় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।
নীলক্ষেত বই মার্কেটের সামনের রাস্তায় ঢাবি শিক্ষার্থীরা এবং নিউমার্কেট এলাকায় সাত কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করছেন। উভয়পক্ষের আহতের সঠিক সংখ্যা জানা না গেলেও তা ২৩ জনের বেশি বলে নিশ্চিত করেছেন উভয়পক্ষের শিক্ষার্থীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস নিক্ষেপ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
কেকে/এইচএস