কার্নিসে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি, সেই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মো. এনামুল হক, খাগড়াছড়ি
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৯:৫০ এএম আপডেট: ২৭.০১.২০২৫ ১১:২৫ এএম (ভিজিটর : ৮৮)
ফাইল ছবি
জুলাই আন্দোলনে রাজধানী ঢাকার রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) চঞ্চল চন্দ্র সরকারকে খাগড়াছড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৬জানুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে দীঘিনালা থেকে তাকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্র্যইবুনাল।
বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ।
তিনি জানান,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে রাতে দিঘীনালা থানায় কর্মরত চঞ্চল সরকারকে গ্রেফতার করে ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সময় উপস্থিত থাকার কথা স্বীকার করলেও গুরি করার বিষয়টি স্বীকার করেননি । গ্রেফতারের পর পুলিশি পাহারায় চঞ্চলকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
কেকে/ এআর