প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১১:৫০ এএম (ভিজিটর : ১৩৬)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো, ছবি: সংগৃহীত
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার ওপর নিষধাজ্ঞাসহ শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসীদের ফেরত নিতে অস্বীকৃতি জানানোয় ট্রাম্প এ পদক্ষেপ নিয়েছেন। খবর রয়টার্স
যদিও যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে কলম্বিয়া। দেশটি মার্কিন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছে। কারণ ল্যাটিন আমেরিকান মধ্যে কলম্বিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। এক্স পোস্টে কলম্বিয়ার বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বাণিজ্যমন্ত্রীকে মার্কিন আমদানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন।
এর আগে মেক্সিকো অভিবাসী বোঝাই মার্কিন সামরিক বাহিনীর বিমান অবতরণে অস্বীকৃতি জানায়। এবার সেই পথে হাঁটল কলম্বিয়া।
এদিকে ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, অভিবাসীদের ফেরত নিতে অস্বীকৃতি জানানোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেয়া হয়েছে। এর প্ররিপ্রেক্ষিতে কলম্বিয়ার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করা হবে। যা এক সপ্তাহের মধ্যে বাড়িয়ে ৫০ শতাংশ করা হবে। এছাড়া সরকারি কর্মকর্তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে এবং তাদের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানেরও ওরপ নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
এর আগে রোববার (২৬ জানুয়ারি) পেট্রো বলেন, ট্রাম্প প্রশাসন যতক্ষণ পর্যন্ত না একটা পদ্ধতি তৈরি করছে যেখানে অভিবাসীদের সাথে ‘সম্মান’ দিয়ে আচরণ করা হয়, ততক্ষণ পর্যন্ত তার সরকার যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা অভিবাসী বহনকারী বিমান গ্রহণ করবে না।
কেকে/এআর