শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বাঘবেড় ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠনের দুই বছরের জন্য আংশিক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) বিকেলে চেল্লাখালী বাজারে সংগঠনের কার্যালয়ে ওই কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি- মো. ইউসুফ মিয়া ও সাধারণ সম্পাদক- রবিউল ইসলাম নাসিম, সহ সভাপতি আ. রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. জহরুল ইসলাম।
প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন ভিপি, উপদেষ্টা সামিউল হক, মো. হাসেন আলী, মো. সাইদুল ইসলাম, লোকমান হোসেন এবং প্রধান পৃষ্ঠপোষক জাহিদ হোসেন রুমান।
সংগঠনের উপদেষ্টা সামিউল হক বলেন, মানব সেবা ও জনকল্যাণমূলক কাজ করা এই সংগঠনের মূল উদ্দেশ্য। ন্যায় নিষ্ঠার সাথে মানুষের কল্যাণে কাজ করতে নবগঠিত কমিটির প্রতি আহ্বান জানান তিনি।
কেকে/ এমএস