তাবলীগের দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।
সোমবার (২৭ জানুয়ারি) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এবং ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া।
এর আগে, গত ১৭ ডিসেম্বর রাতে টঙ্গী ইজতেমা মাঠে তাবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন মানুষ নিহত এবং অনেকে আহত হন।
এ ঘটনায় ১৯ ডিসেম্বর মাওলানা জোবায়েরের অনুসারী এস এম আলম হোসেন একটি মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নামসহ অজ্ঞাত কয়েকশ’ জনকে আসামি করা হয়।
আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম, তার ছেলে ওসামা ইসলাম আনু, আবদুল্লাহ মনসুর, কাজী এরতেজা হাসান, মোয়াজ বিন নূর, জিয়া বিন কাশেম, আজিমুদ্দিন, আনোয়ার আবদুল্লাহ, শফিউল্লাহ প্রমুখ, যারা সবাই মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
কেকে/এআর