গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগ ও অর্থায়নে ব্র্যাক ইউপিজি কর্মসূচি, টেপামধুপুর, কাউনিয়া, রংপুর-এর সার্বিক সহযোগিতায় অতি দারিদ্রদের মাঝে কম্বল, মশারী ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার টেপামধুপুর বুড়িরহাটে ভাঙ্গামাল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে দেড় শতাধিক উপকারভোগী সদস্যদের মাঝে এসব বিতরণ করা হয়।
টেপামধুপুর ইউপি চেয়ারম্যান মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন ভাঙ্গামাল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম, টেপামধুপুর ব্র্যাক শাখা ব্যবস্থাপক মো. সোহরাব আলী।
এ সময় উপস্থিত ছিলেন, ব্র্যাক আঞ্চলিক অফিসের এইচএস এন্ড সিআই মো. নাসির উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল মতিন, সমাজসেবক আলহাজ্ব আব্দুর রশিদ, প্রভাষক মো. আতাউর রহমান, প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সহকারি শিক্ষক মো. শওকত জামান রতনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, প্রায় একবছর থেকে টেপামধুপুর ইউনিয়নে ব্র্যাক ইউপিজি কর্মসূচির গ্রাম সামাজিক শক্তি সংগঠনের আওতায় গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিভিন্ন অনুদান তথা আত্ম-সামাজিক উন্নয়নে নানা কাজ করে যাচ্ছে।
কেকে/এএম