‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল হক, প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপনসহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ।
প্রথম দিনে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন, রাজনগর ইউনিয়ন বনাম রামচন্দ্রকুড়া ইউনিয়ন ও নয়াবিল ইউনিয়ন বনাম নালিতাবাড়ী পৌরসভা।
কেকে/এএম