শিক্ষার্থীদের আধুনিক ব্যাংক সেবা ও প্রযুক্তির সাথে সম্পৃক্ত করে তাদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা তৈরির লক্ষ্যে কাজ করছে জনতা ব্যাংক। এরই ধারাবাহিকতায় গাজীপুরের কাপাসিয়ায় জনতা ব্যাংক পিএলসি তাজউদ্দীন আহমদ চত্বর শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার কাপাসিয়া সদর ইউনিয়নের পাবুর প্রি-ক্যাডেট স্কুলে প্রধান অতিথি হিসেবে স্কুল ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করেন জনতা ব্যাংক পিএলসি তাজউদ্দীন আহমদ চত্বর শাখা ব্যবস্থাপক মুহাম্মদ মাহমুদুল হাসান।
পাবুর প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা মো. শাকিল হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারি ব্যবস্থাপক কায়সার উদ্দীন খান, সিনিয়র অফিসার রাজিব দেবনাথ, অফিসার মো. শরিফ হোসাইন, সাংবাদিক শরিফ সিকদার, পাবু প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক রাশিদা বেগম, সহকারি শিক্ষক সালমা আক্তার, আরজেদা বেগম, নাঈমা সুলতানা, রওশন জাহান দিলরুবা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শাখা ব্যবস্থাপক মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন, শিশু-কিশোরদের শৈশব থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলে দেশের অর্থনীতির সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে চালু করা হয়েছে স্কুল ব্যাংকিং। শিশু-কিশোর ও তরুণরা দেশের ভবিষ্যৎ এবং তারাই দেশ গঠনে নেতৃত্ব দেবে উল্লেখ করে তিনি আরো বলেন, জনতা ব্যাংক শিক্ষার্থীদের সঞ্চয়ের মনোভাব তৈরিতে জনতা ব্যাংক স্মার্ট অ্যাকাউন্টস ও স্কুল ব্যাংকিং সঞ্চয়ী হিসাব চালু করা হয়েছে। বিভিন্ন সেবা শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয় করে তোলাই এই স্কুল ব্যাংকিং কার্যক্রমের উদ্দেশ্য।
কেকে/এএম