নাটোরের সিংড়ায় ৩৯ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বাড়ন্ত ষাঁড় বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এই ষাঁড় বাছুর বিতরণের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতাল। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে এই ষাঁড় বিতরণ করা হচ্ছে বলে জানা গেছে।
এই ষাঁড় বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
এ সময় আরো মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আকতার।
কেকে/এএম