নাটোরে হত্যা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল আমিন এই আদেশ দেন।
অতিরিক্ত সরকারি কৌশলী (এপিপি) গোলাম রাব্বানী জানান, নাটোর ২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে আগুনে পুড়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারী রবিনের মৃত্যু হয়। সেই মামলার আসামি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে আদালতে হাজির করে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করেন। বিজ্ঞ আদালত উভয়পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়াও মাসুমের বিরুদ্ধে আদালতের নয়টি মামলা চলমান রয়েছে। তাকে রোববার (২৬ জানুয়ারি) অন্য একটি মামলা আদালতে হাজির করলে সে ‘জয়বাংলা স্লোগান’ দিয়ে জনমনে বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা করেছিল। আদালতে এ বিষয়েও আলোচনা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা সাবেক এমপি শিমুলের বাড়িতে আগুন দেয়। সেই আগুনে দগ্ধ হয়ে মোট পাঁচজন মারা যায়। পরে নিহতের স্বজনরা আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে পুড়িয়ে হত্যার অভিযোগ এনে মামলা করেন।
কেকে/এএম