শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম      শমী কায়সারের ব্যাংকের সবধরনের হিসাব তলব      যানজটের কারণে জনগণের কাছে বিএনপির দুঃখ প্রকাশ      লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন      ডিএমপির ১২ ডিসিকে বদলি      ভারতীয় জেলেদের সাথে দুর্ব্যবহারের তথ্য ভিত্তিহীন এবং বানোয়াট: পররাষ্ট্র মন্ত্রণালয়      অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব জাতীয় নির্বাচন: সাইফুল হক      
শিক্ষা
সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘মাস্টারমাইন্ড ২.০’ প্রতিযোগিতার আয়োজন
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৩:৩৪ পিএম  (ভিজিটর : ১৪৫)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম ক্যারিয়ার-বিষয়ক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাবের ১১তম কার্যনির্বাহী কমিটির উদ্যোগে জাতীয় পর্যায়ে দ্বিতীয়বারের মতো বিজনেস কেস প্রতিযোগিতা ‘মাস্টারমাইন্ড ২.০’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২৫ অক্টোবর প্রতিযোগিতাটির দ্বিতীয় আসরের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়, যেখানে মোট ১ লক্ষ টাকা প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) প্রতিযোগিতার কেস লঞ্চ করা হবে। সংগঠন সূত্রে জানা যায়, ২৫ অক্টোবর থেকে নিবন্ধন শুরু হয় যা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। ৮ ডিসেম্বর সেমি-ফাইনাল এবং ১৫ ডিসেম্বর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৪১০ টাকা। শিক্ষার্থীরা শাবিপ্রবি’র অর্জুনতলায় সরাসরি অথবা অনলাইনে নিবন্ধন করতে পারবে।

প্রতিটি টিম ৩-৪ জন সদস্য নিয়ে গঠন করা যাবে, যেখানে অবশ্যই একজন নারী শিক্ষার্থী এবং একজন STEM ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী থাকতে হবে। এটির মূল উদ্দেশ্য নারী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার ঘটানো। ভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা একত্রে টিম গঠন করতে পারবে।

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলের জন্য ৫০ হাজার, প্রথম রানার-আপের জন্য ৩০ হাজার এবং দ্বিতীয় রানার-আপের জন্য ২০ হাজার টাকা থাকবে। এছাড়াও, চ্যাম্পিয়ন দলকে শ্রীমঙ্গলের ওয়াটারলিলি রিসোর্টে বিনামূল্যে থাকার সুযোগ দেওয়া হবে।

এবিষয়ে সাস্ট ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাবরিনা আফরোজ মিতু বলেন, ‘এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

‘Where Strategy Meets Technology’—এই প্রতিপাদ্যে আয়োজিত প্রতিযোগিতাটির লক্ষ্য স্নাতক শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা এবং কৌশলগত দক্ষতা বৃদ্ধি করা। প্রতিযোগীরা বাস্তব ব্যবসায়িক ও প্রযুক্তিগত সমস্যার সমাধানের জন্য বিভিন্ন প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তাদের দক্ষতা প্রদর্শন করবে। বাংলাদেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

সাস্ট ক্যারিয়ার ক্লাবের এই আয়োজনের স্পন্সর ‘SheSTEM’, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে রবি, প্রিন্ট মিডিয়া পার্টনার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও কালের কণ্ঠ, ব্রডকাস্ট মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন এবং বেভারেজ পার্টনার প্রাণ কোম্পানি লিমিটেড। প্রতিযোগিতাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে, যার মধ্যে প্রথম দুই রাউন্ড অনলাইনে এবং ফাইনাল রাউন্ড সাস্ট ক্যাম্পাসে সরাসরি আয়োজন করা হবে।

তিন ধাপের এই প্রতিযোগিতার প্রথম পর্যায়ে অংশগ্রহণকারীরা অ্যাবস্ট্রাক্ট জমা দেবে, যা বাছাই পর্ব হিসেবে বিবেচিত হবে। এরপর সেমি-ফাইনাল এবং গ্র্যান্ড ফিনালের মাধ্যমে বিজয়ী দল নির্বাচন করা হবে। চূড়ান্ত পর্বে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নগদ পুরস্কার ও আকর্ষণীয় উপহার জেতার জন্য লড়াই করবে।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘১৫ জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন ঘোষণা চাই’
সোনারগাঁয়ে বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার
বাংলাদেশী কৃষকের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ
বেরোবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৪
পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম

সর্বাধিক পঠিত

বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের মারধর, রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা
গঙ্গাচড়ায় বাংলাদেশ স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
লামায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম
বিদ্যুৎ না থাকলেও মিটারে বেশি বিল আসার কারণ জানাল বিএন্ডটি

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝