জয়পুরহাটের ক্ষেতলালে যাত্রীবেশে দুই ছিনতাইকারী ভ্যান চালকের গলা কেটে একটি ব্যাটারিচালিত ভ্যান নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা ধাওয়া করে তাদের আটক করে। পরে গণপিটুনি দিয়ে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে।
২৭ (জানুয়ারী) সোমবার রাতে পৌনে আটটার দিকে উপজেলার বড়তারা ইউনিয়নের (জয়পুরহাট-পাঠানপাড়া সড়কের) হোপ সেতু এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
গুরুত্বর আহত ওই ভ্যানচালক, উপজেলার হোপ গ্রামের লাজেম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৫০)।
অপরদিকে গণপিটুনির শিকার দুই ছিনতাইকারী হলেন, জয়পুরহাট সদর উপজেলার ঘেনাপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে সজিব হোসেন (২৫) ও একই উপজেলা গুয়াবাড়িঘাটের স্বপন হোসেন (৫০)।
থানা পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাতটার পর চৌমুহনী এলাকা থেকে পাঠানপাড়া যাওয়ার কথা বলে দুই ব্যক্তি ভ্যান চালক সাইফুলের ব্যাটারিচালিত ভ্যানে উঠেন। চালক ভ্যান নিয়ে হোপ সেতু এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা পিছন থেকে তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে পোচ দেন। এতে ওই ভ্যান চালকের গলা কেটে যায় এবং তিনি সড়কের ওপর পড়ে যান। পরে ছিনতাইকারী স্বপন হোসেন ভ্যান চালিয়ে নিয়ে যাচ্ছিলেন আর সজিব হোসেন ভ্যানে বসে ছিলেন। এসময় ওই সড়ক দিয়ে আসা লোকজনকে ভ্যানচালক সাইফুল ঘটনাটি জানান। লোকজন সেখান থেকে দ্রুত সাইফুলকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। পাশাপাশি সাইফুলের গলাকেটে ভ্যান ছিনতাইয়ের ঘটনাটি হোপগ্রামে লোকজনদের জানান তাঁরা। খবর পেয়ে গ্রামের লোকজন ধাওয়া করে ভ্যানসহ ওই দুই ছিনতাইকারীকে ধরে ফেলেন। পরে স্থানীয়রা দুই ছিনতাইকারীকে গণপিটুনি দেন। এরপর তাঁদের একটি ঘরে আটকে রেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ রাত সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই দুই ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এবিষয়ে ক্ষেতলাল থানার তদন্ত (ওসি) মো. নূর আলম বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থল থেকে দুইজন ছিনতাইকারীকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন।
কেকে/ এমএস