বুধবার, ১৯ মার্চ ২০২৫,
৫ চৈত্র ১৪৩১
বাংলা English

বুধবার, ১৯ মার্চ ২০২৫
শিরোনাম: খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি      তদন্ত প্রতিবেদন চাইলে আদালতে যেতে হবে      হিন্দুদের ওপর হামলা ধর্মীয় নয় রাজনৈতিক: প্রধান উপদেষ্টা      হামলাকারীদের তালিকায় নেই সৈকত, শিক্ষার্থীদের ক্ষোভ      গাজায় এক রাতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে      যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের মন্তব্য গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা      দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর উদ্বোধন      
প্রিয় ক্যাম্পাস
হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
নাঈম ইসলাম সংগ্রাম, হাবিপ্রবি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১২:২৩ পিএম  (ভিজিটর : ১৯৭)
ফাইল ছবি

ফাইল ছবি

স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। 

রবিবার (২৬ জানুয়ারি)  ভর্তি কমিটি-২০২৫ এর সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর  ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন করা যাবে। ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ৪টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিটি ইউনিটের আবেদন ফি রাখা হয়েছে ১ হাজার টাকা এবং স্থাপত্য বিভাগে ভর্তির জন্য অতিরিক্ত ২০০ টাকা পরিশোধ করতে হবে। সর্বমোট ১৭৯৫টি আসনসংখ্যার অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫%, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য ১%, বিশেষ চাহিদাসম্পন্ন ২ জন, পোষ্য কোটা ১%, বিকেএসপি থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য ৫টি এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৮০টি আসন সংরক্ষিত হিসেবে রাখা হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ ও ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। ২০২১ সালের পূর্বে মাধ্যামিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের অযোগ্য।  

আবেদনের যোগ্যতায় বলা হয়েছে  A ও B ইউনিটের ক্ষেত্রে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫ এর স্কেলে প্রতিটিতে কমপক্ষে ৩.৫ সহ মোট ৮ থাকতে হবে। এগ্রিকালচার, ফিসারিজ, ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্স অনুষদের ক্ষেত্রে চতুর্থ বিষয়ে ন্যুনতম ‘B’ গ্রেড থাকতে হবে। C ও D ইউনিটের ক্ষেত্রে প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি/সমমান বা এইচএসসি/সমমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫ এর স্কেলে প্রতিটিতে কমপক্ষে ৩.৫ সহ মোট জিপিএ ৬.৫ থাকতে হবে। বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড থাকতে হবে। ‘O’ এবং ‘A’ লেভেল পাসকৃতদের জন্য ‘O’ লেভেলে পাঁচটি বিষয়ে প্রত্যেকটিতে কমপক্ষে ‘B’ গ্রেড এবং ‘A’ লেভেলে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান/কৃষি বিজ্ঞানের মধ্যে তিনটি বিষয়ে প্রত্যেকটিতে কমপক্ষে ‘B’ গ্রেড পেতে হবে।

 বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://hstu.ac.bd/admission/index) গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীরা আগামী ১৩ এপ্রিল থেকে পরীক্ষা শুরুর আগ মুহূর্ত পর্যন্ত একই ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। ডাউনলোডের পূর্বে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির সফটকপি আপলোড করতে হবে। পরীক্ষার দিন পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গিন ছবি এবং প্রবেশপত্র প্রিন্ট করে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সঙ্গে আনতে হবে।

আগামী ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটভিত্তিক বিস্তারিত সময়সূচি পরবর্তীতে ওয়েবসাইটে জানানো হবে।

ভর্তি পরীক্ষা বহুনির্বাচনি (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই এমন কোনো তথ্য জানতে চাইলে 01729266246, 01822026222, 01515256810 হটলাইনে অথবা [email protected] তে যোগাযোগের জন্য বলা হয়েছে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  হাজী দানেশ বিশ্ববিদ্যালয়   স্নাতক প্রথম বর্ষ   ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

লালপুরে উদ্যোক্তাদের নিয়ে ক্ষুদ্র ঋণ সম্পর্কিত কর্মশালা
খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি
ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত
খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইইবি’র দোয়া ও ইফতার মাহফিল
টঙ্গীতে ট্রেনের ধাক্কায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

সর্বাধিক পঠিত

আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী নিহত
পরকীয়ার জেরে খুন, মা-মেয়ে আটক
গাজার প্রধানমন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের
আদিতমারীতে দুই যুবদল নেতা বহিস্কার

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close