“জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর, জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নুপুর আক্তার, ভারপ্রাপ্ত ফায়ার স্টেশন অফিসার শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মাস্টার, আয়ুব আলী সরকার, আতাউর রহমান, আব্দুল মজিদ। এছাড়াও বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দুইদিনব্যাপী এ মেলায় সেমিনার, বক্তৃতা, ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিভিন্ন স্টলে ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প প্রদর্শিত হচ্ছে।
কেকে/এএম