মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫,
৯ বৈশাখ ১৪৩২
বাংলা English

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
শিরোনাম: পলাতক নেতাদের বিলাসী জীবন, অস্তিত্ব সংকটে তৃণমূল আ.লীগ      আন্দোলনে যাবে না বিএনপি      অটোচালকদের আড়ালে ছাত্রলীগ-যুবলীগের তাণ্ডব       বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিনকে অব্যাহতি      পরিকল্পিত ও পরিবেশবান্ধব ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগ প্রয়োজন      বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও বিডার আশ্বাস      সাতক্ষীরায় দুধ কিনতে না পেরে মাত্র ২০ হাজার টাকায় সন্তান বিক্রি      
গ্রামবাংলা
পাংশায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা
আকাশ মাহমুদ, পাংশা (রাজবাড়ী)
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৭:১১ পিএম  (ভিজিটর : ২৮৮)
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে সাথে মতবিনিময় সভা করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার। রাজবাড়ী জেলার ২৫তম ডিসি হিসেবে ১৩ জানুয়ারি রাজবাড়ীতে যোগদান করেন তিনি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রাশাসনের আয়োজনে পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদার সভাপতিত্বে ও সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, রাজবাড়ী সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ও উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. এবাদত হোসেন, উপজেলা প্রাণী কর্মকর্তা প্রিতম কুমার দাস পাংশা মডেল থানার ওসি (তদন্ত) মো. রাশিদুল ইসলাম, সমাজসেবা অফিসার রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা খোয়াজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার মাহাবুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে এম শাহনেওয়াজ, সাংবাদিক এম এ জিন্নাহ, সাংবাদিক মাসুদ রেজা শিশির, সাংবাদিক রতন মাহমুদ, সাংবাদিক কাজী সেলিম মাবুদ, সাংবাদিক আবুল কালাম আজাদ, সাংবাদিক মুক্তার হোসেন ও সাংবাদিক অধ্যাপক মো. ইজাজুল হক প্রমুখ।

এ সময় বক্তাগণ উপজেলার শহরে যানজট, ফুটপথ দখল, চাদাবাজী, সন্ত্রাস, যানজট, চিকিৎসা, পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তলন ও নদী ভাঙ্গনসহ উপজেলার বিভিন্ন সমস্যা-সম্ভাবনা ও প্রতিকার নিয়ে বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক মনোযোগ সহকারে সবার কথাগুলো শোনেন ও সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। এরই সাথে উপজেলায় কর্মরত সকল কর্মকর্তাদের নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি আরো বলেন সবার জন্য আমার দরজা উন্মুক্ত। সবার কাছে সাহায্য সহযোগিতা কামনাও করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনে অবশ্যই সঠিক ও তথ্য নির্ভর প্রতিবেদন করবেন। প্রতিবেদনে কোনো প্রকার বাধা নেই। সমাজের উন্নয়নে আপনারা লিখবেন। এ সময় পাংশায় কর্মরত একজন অসুস্থ্য সাংবাদিকের চিকিৎসাবাবদ অনুদান দেওয়ার আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জেল হোসেন, উপজেলা মৎস কর্মকর্তা সাঈদ আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন, সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা বিষয়ক তথ্য কর্মকর্তা রুমানা আক্তার, উপজেলা হিসাব রক্ষক মো. সামসুল আলম, সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন মোলা, সহকারি বিএডিসি মাহাবুব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।

মতবিনিময় সভা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১০০ জন দারিদ্র্য ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এরপর পাংশা মডেল থানা পরিদর্শন, পাংশা উপজেলা ভূমি অফিস অফিস পরিদর্শন, পাংশা পৌরসভা পরিদর্শন, পাংশা কলিমহর ভূমি অফিস, কলিমহর ইউনিয়ন পরিষদ, কলিমহর ইউনিয়ন ডিজিটাল সেন্টার, কমিউনিটি ক্লিনিক, একটি বাড়ি একটি খামার প্রকল্পের গ্রাম উন্নয়ন সমিতি পরিদর্শন করেন জেলা প্রশাসক মহোদয়।

উল্লেখ্য, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার ইতিপূর্বে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তনি-২ শাখা) পদে কর্মরত ছিলেন। গত ৯ জানুয়ারি তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়। সুলতানা আক্তার ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০০৮ সালের নভেম্বরে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দিয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কাজ শুরু করেন। এরপর তিনি নরসিংদী জেলার রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়। পরবর্তীতে তিনি জ্বালানি মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি উপসচিব পদে পদোন্নতি পান। সর্বশেষ তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তানি-২ শাখা) পদে দায়িত্ব পালন করেন। তিনি ফেনী জেলার পরশুরাম উপজেলার বাসিন্দা।

কেকে/এএম





মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পলাতক নেতাদের বিলাসী জীবন, অস্তিত্ব সংকটে তৃণমূল আ.লীগ
সাতক্ষীরায় ভারতে পাচারকালে নারী-শিশুসহ ১২জন আটক
আন্দোলনে যাবে না বিএনপি
সোনাইমুড়ীতে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা, ১২ শিক্ষককে অব্যাহতি
অটোচালকদের আড়ালে ছাত্রলীগ-যুবলীগের তাণ্ডব

সর্বাধিক পঠিত

কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক মেয়র তফাজ্জলের বিরুদ্ধে
মতলব উত্তরে আ. লীগের কার্যালয় দখল, সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ালেন বিএনপি
কাউনিয়ায় আ. লীগ সাধারণ সম্পাদক হান্নান গ্রেফতার
বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত
ত্রাণের চাল বিতরণ না করে গুদামজাত, সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close