টঙ্গীতে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ১
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৪:৫৬ পিএম (ভিজিটর : ১৬৯)
ছবি: প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে চার বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এরশাদ আলী (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার (২৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে স্থানীয় পাগার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এরশাদ আলী ঠাকুরগাঁও জেলার রানী সংকর থানার আমতলী বটতলা গ্রামের হাসেম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, নির্যাতিতা শিশুটির পরিবার ও এরশাদ একই বাসায় ভাড়া থাকতেন। গত বুধবার (২৩ অক্টোবর) বিকেলে শিশুটি এরশাদের কক্ষে গেলে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির যৌনাঙ্গে নির্যাতন করা হয়। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। নির্যাতনের বিষয়টি শিশুর পরিবার জানতে পেরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। ঘটনার ছয় দিন পর সোমবার রাতে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে পুলিশ আসামীকে গ্রেফতার করে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ কায়সার আহমদ বলেন, এঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনাটি দায় স্বীকার করেছেন তিনি। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
কেকে/এজে