সোমবার, ৩১ মার্চ ২০২৫,
১৭ চৈত্র ১৪৩১
বাংলা English

সোমবার, ৩১ মার্চ ২০২৫
শিরোনাম: চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রোববার      দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চরমোনাই পীর      ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল      অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা      ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত মৌলভীবাজার      রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত চীনের      
রাজনীতি
তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন: নয়ন
রুবেল আশরাফুল, চরফ্যাশন ও মনপুরা (ভোলা)
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৯:২৫ পিএম  (ভিজিটর : ২০৯)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, গত ১৬ বছর যাবৎ তারেক  রহমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে ছাত্র আন্দোলনে আমরা আন্দোলনের সফলতা পেয়েছি। জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছি। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার হাজির হাট বাজারে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত গনসংবর্ধণা সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে বাংলাদেশে একটি অবাধ স্বচ্ছ গ্রহনযোগ্য নির্বাচন ইনশআল্লাহ হবে। জনগণের ভালোবাসার ম্যানডেট নিয়ে অব্শ্যই বিএনপি ক্ষমতায় আসবে। জনগণের ভোটে বিএনপি জয়ী হলে দেশের সাধারণ জনগণ স্বাধীনতার সুফল ভোগ করবে। গত ১৬ বছর বিএনপি যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে কিন্তু সেই বিএনপি দেশের জনগণকে ছেড়ে পালায় যায়নি। অথচ আওয়ামী লীগ সরকার জনগনকে ছেড়ে পালিয়ে গেছে। 

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। আওয়ামী লীগ আমলে নির্বাচন কমিশন ছিল কিন্তু মানুষের ভোটের অধিকার ছিল না।

যুবদলের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতাকর্মীরা কোনও অন্যায় করেননি শুধু অন্যায় আচরণের সাথে ভিন্ন মত পোষণ করেছিল। সরকারি দলের সাথে ভিন্ন মত পোষণ করার কারণে বিএনপির নেতাকর্মীরা মামলার শিকার হয়েছেন। 

“তারেক রহমান বার বার বলেছেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষ যাতে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সে জন্যই আমাদের সংগ্রাম, আমাদের লড়াই। ১৬ বছরে ধারাবাহিক আন্দোলনের নেতৃত্ব  দিয়েছেন আমার তারেক রহমান। তিনি এজন্য নেতৃত্ব দেননি- বিএনপি ক্ষমতায়  আসলে চাঁদাবাজি  করবে, দখলদারি করবেন, লুট পাট  করবে, অন্যায় করবেন। তিনি বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য জীবনকে বাজি রেখেছেন। তিনি ব্যাক্তিগত জীবন, পারিবারিক জীবন ও এদেশের মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে যাচ্ছেন।”

তিনি আরো বলেন, গত ১৬ বছরে দেশে আইন ছিল, আদালত ছিল কিন্তু কোন বিচার ছিল না। আদালতে দাঁড়িয়ে থাকা বিচার প্রার্থীর রাজনৈতিক পরিচয়ে বিচারিক রায় নির্ধারিত হতো। মানুষ কোন বিচার পেতো না। দেশে প্রশাসন ছিল কিন্তু  কোন নিরপেক্ষতা ছিল না।

আয়োজিত গণসংবর্ধণা সভায় উপজেলা বিএনপি সহসভাপতি ডা. মো. কামালউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, মনপুরা উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান হাওলাদার, চরফ্যাশন সাবেক চেয়ারম্যান  কাজী মঞ্জুর হেসেন, যুবদল নেতা ইয়ারুল আলম লিটন, আব্দু রব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস মো. তরিকুল ইসলাম কায়েদ, বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন।

এছাড়া আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. মো. তসলিম, ভোলা জেলা যুবদলের সভাপতি মো. জামালউদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান, মনপুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজী, মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব মো. আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামালউদ্দিন, সাবেক ছাত্রদল সভাপতি অ্যাড. মো. ছালাউদ্দিন আহমেদ প্রিন্স প্রমুখ।

এসময় সাবেক হাজিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন মেম্বার, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মো. ইকরামুল কবির, সদস্য সচিব মো. শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান, সদস্য সচিব মো. হোসেন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুউদ্দিন তুহিনসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   ফ্যাসিবাদবিরোধী আন্দোলন   নুরুল ইসলাম নয়ন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রাজধানীতে ঈদ আনন্দ মিছিল শুরু
ইরানে বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প
ঐক্যবদ্ধ জাতি হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার
স্বৈরাচারমুক্ত বরকতময় দিন উদযাপন করছি: তারেক রহমান
শৈশবের ঈদ বনাম আধুনিক ঈদ

সর্বাধিক পঠিত

শৈশবের ঈদ বনাম আধুনিক ঈদ
চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রোববার
ঈদের কেনাকাটার আনন্দে নতুন জুটি, আসছে ‘ঈদ শপিং’
পটুয়াখালীতে ২২ গ্রামের মানুষ ঈদ উদযাপন করছে আজ
নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ জনের কারাদণ্ড

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close