সাধারন মানুষের মাঝে আল্লাহর দ্বীনের সঠিক ব্যাখ্যা বুঝিয়ে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে আলেম-ওলামাদের ভূমিকা রাখার আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের মিরপুর পূর্ব থানার পীরেরবাগ পশ্চিম সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে ওলামাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, আল্লাহ রাব্বুল আলামীন রাসুল (সা.)কে হেদায়াত ও সত্য দ্বীনসহ প্রেরণ করেছিলেন অন্যসব বাতিল দ্বীনের উপর ইসলামকে বিজয়ী করার জন্য। তাই আমাদের প্রত্যেকের উপর দ্বীন কায়েমের প্রচেষ্টা করা ফরজ বা অত্যাবশ্যক। এতে কোনো মতবিরোধ করার সুযোগ নেই। দ্বীন প্রতিষ্ঠায় আলেম সমাজকে এগিয়ে এসে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বিশেষে অতিথি ছিলেন মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ও কাফরুল জোন পরিচালক ডা. ফখরুদ্দিন মানিক।
সাইফুল ইসলামের পরিচালনায় সভায় থানা আমির মোহাম্মদ শাহ আলম তুহিনের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির আনিসুর রহমান, ওয়ার্ড সভাপতি মাহবুব কবির প্রমুখ।
কেকে/এজে