রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহী মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নজির হোসেন (৬৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত মাহেন্দ্র চালক আমিনুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক।
বুধবার (২৯ জানুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বাসস্ট্যান্ডের অদূরে পল্লীবিদ্যুৎ অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মাহেন্দ্র যাত্রী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের গতিআসাম গ্রামের মৃত নেসাব উদ্দিনের ছেলে। তিনি কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন। আহত মাহেন্দ্র চালক আমিনুল ইসলাম রংপুর মাহিগঞ্জ বীরভদ্র বালাটারি গ্রামের সামাদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও কাউনিয়া থানার এসআই রতন কুন্ড জানান, সকাল সাড়ে ৮টার দিকে লালমনিরহাটের তিস্তা থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্র মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে নজির হোসেন নামে এক যাত্রী নিহত হন। আহত মাহেন্দ্র চালক আমিনুল ইসলামকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, এ ব্যাপারে সড়ক ও পরিবহন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নিহত নজির হোসেনের সুরতহাল সম্পন্ন শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কেকে/ এমএস