কুড়িগ্রামের রৌমারীতে ৩ হাজার ৮শ পিস ইয়াবাসহ ইজিবাইক চালক সাইদুর রহমান (৪৫) কে আটক করেছে পুলিশ।
বুধবার (২৯ জানুয়ারি) উপজেলার ভোলামোড়-শাপলা চত্ত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ইজিবাইক জব্দ করা হয়েছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আটক সাইদুর রহমান উপজেলার যাদুরচর ইউনিয়নের চাক্তাবাড়ি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
তিনি জানান, একজন মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য রৌমারী উপজেলা শহরের ভোলামোড়-শাপলা চত্ত্বর এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে রৌমারী অফিসার ইনচার্জসহ সঙ্গীয় ফোর্সসহ বেলা সাড়ে ১১ টায় দিকে বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৮শ পিস ইয়াবাসহ সাইদুর রহমানকে আটক করা হয়।
ওসি লৎফর রহমান আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক সাইদুর নওদাপাড়া সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
কেকে/এএম