রবিবার, ২০ এপ্রিল ২০২৫,
৭ বৈশাখ ১৪৩২
বাংলা English

রবিবার, ২০ এপ্রিল ২০২৫
শিরোনাম: গণতন্ত্রের কোনও বিকল্প নাই: মির্জা ফখরুল      উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস-প্রেস সচিবের বিরুদ্ধে অভিযোগ      প্রতীক্ষা শেষে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ      রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে      বাজে হারে অনিশ্চয়তায় টাইগ্রেসদের বিশ্বকাপ স্বপ্ন       আগামী নির্বাচন ইতিহাসের সর্বোত্তম নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা       ফ্যাসিবাদীদের বিদায় হয়েছে, ফ্যাসিবাদ এখনো যায়নি: জামায়াত আমির      
রাজধানী
থানার জন্য জমি চায় জনতা, উচ্ছেদ চায় রাজউক
মাহফুজুল আলম খোকন
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৬:১২ পিএম আপডেট: ২৯.০১.২০২৫ ৯:৩৯ পিএম  (ভিজিটর : ২০০)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

উত্তরা পশ্চিম থানা কর্তৃক ডাম্পিংয়ের জন্য ব্যবহৃত সোনারগাঁ জনপদ সড়কের ১৩ নং সেক্টর ৩৩ ও ৩৫ নং প্লটটি উত্তরা পশ্চিম থানাকে বরাদ্দের জন্য দিনভর মানববন্ধন করেছে উত্তরার সর্বসাধারণ জনগণ। এদিকে প্লট দুটি ছাড়াও আরো বেশ কয়েকটি প্লট উচ্ছেদের জন্য অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (২৯ জানুয়ারি) মানববন্ধন থেকে  জানানো হয়েছে স্থানীয় জনসাধারণ আগামীকাল বৃহস্পতিবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও চেয়ারম্যান বরাবর থানার জন্য জমি বরাদ্দ চেয়ে একটি স্মারকলিপে দিবেন।

উচ্ছেদ অভিযান পরিচালনা করতে আসা রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিলাব্রত কর্মকার বলেন, যে প্লটগুলো বরাদ্দ হয়েছে আমরা সেগুলো প্লট মালিককে বুঝিয়ে দেয়ার জন্য এসেছি। থানার জমি বরাদ্দের ব্যাপারটি আমরা থানার সাথে যোগাযোগ করছি, ডাম্পিং হিসেবে ব্যবহৃত হয়ে আসা প্লটগুলো বরাদ্দ হওয়ায় সেগুলো প্লট মালিককে বুঝিয়ে দিতে হবে, এটা আজকে যদি না পারি কালকে হবে কালকে না হয় পরশু হবে এক মাস পরে হবে সর্বোচ্চ ছয় মাস পরে হলেও এই প্লট মালিককে বুঝিয়ে দিতেই হবে এটাই রাজউকের আইন। পাশের অন্য আরেকটি প্লটে ট্রাক পিকআপ ভ্যান স্ট্যান্ড হিসেবে ব্যবহৃত হয়ে আসা প্লটটি বুঝিয়ে দেয়ার কথাও বলেন তিনি। 

প্লটগুলো উচ্ছেদের খবর পেয়ে কয়েকশ সাধারন মানুষ সমবেত হয় সোনারগাঁ জনপদ সড়কের প্লটগুলোর সামনে। প্রথমে সকাল দশটা থেকে ১১ টা পর্যন্ত মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী, পরে বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত এই মানববন্ধন আবার অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে উত্তরা পশ্চিম থানা এলাকার শত শত মানুষ সমবেত হয়েছিল। মানববন্ধনে রাজউকের চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে বানানো প্লেকার্ড নিয়ে দাঁড়ায় মানুষ। মানববন্ধনে স্থানীয় একাধিক ব্যক্তি থানার জন্য প্লট দুটো বরাদ্দ চেয়ে বক্তব্য দেন।

মানববন্ধনে আসা মো. জিয়াউর রহমান নামে এক ব্যক্তি বলেন, থানা চলে ভাড়া জায়গায় আর জমি বরাদ্দ পায় আওয়ামী লীগ নেতায় এই বৈষম্য চলবে না।

থানার জন্য জমি পাবলিক কেন বরাদ্দ চাইবে এই বিষয়ে জানতে চাইলে উপস্থিত জনসাধারণের একজন মোস্তফা কামাল হৃদয় বলেন, আমাদের থানাটি অতি ছোট, থানার জন্য পর্যাপ্ত জায়গা নেই, ভাড়া জায়গায় থানা পরিচালনা করা হচ্ছে প্রতিষ্ঠা লগ্ন থেকেই। ৫ লক্ষ মানুষের বসবাসের এই এলাকায় আমরা চাই থানার জন্য প্লট বরাদ্দ দিয়ে সেখানে থানার কার্যক্রম পরিচালনা করা হোক, এতে করে সাধারণ মানুষ অনেকটা স্বস্তি পাবে, যত্রতত্ত্ব পড়ে থাকবে না গাড়ি, রাস্তায় থাকবে না কোন প্রতিবন্ধকতা।

মো. আলফাজ উদ্দিন নামে একজন স্থানীয় বাসিন্দা বলেন, এই জমিটি আওয়ামী লীগের এক ব্যক্তির কাছে বরাদ্দ দিয়েছে রাজউক, আমরা আমরা চাই এই জমিটি বরাদ্দ বাতিল করে উত্তরা পশ্চিম থানার নামে বরাদ্দ দেয়া হোক।
 
থানার জন্য জমি বরাদ্দ চেয়ে সাধারণ মানুষের মানববন্ধন বিষয়ে জানতে চাইলে উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার রওনক জাহান এর মুঠোফোনে একাধিক বার কল করলেও তাকে পাওয়া যায়নি, পরে খুদেবার্তা পাঠালেও তিনি কোন জবাব দেননি।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘অবশেষে নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’
সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুরের মধ্যে পুরুষ লেমুর উদ্ধার
মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে নারীসহ আটক আটক ৩
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু
ইমারত নির্মাণে ব্যত্যয় হলে সংযোগ বিচ্ছিন্ন

সর্বাধিক পঠিত

ভাতিজার সাথে পরকীয়ায় লিপ্ত চাচী, হাতেনাতে ধরলো স্বামী
টঙ্গীতে দুই শিশু হত্যায় গ্রেফতার মা
মদনে ১২ বছরের মেয়ে ২ মাসের অন্ত:সত্ত্বা
সালথায় যুবকের লাশ উদ্ধার
‘অবশেষে নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close