সোমবার, ১০ মার্চ ২০২৫,
২৬ ফাল্গুন ১৪৩১
বাংলা English

সোমবার, ১০ মার্চ ২০২৫
শিরোনাম: ধর্ষকদের জন্য ইসলামে যে শাস্তির বিধান      অনলাইন ব্যবসায়ীদের জন্য হাইকোর্টের ৯ নির্দেশনা      বনানীতে সড়ক দুর্ঘটনায় ২ পোশাকশ্রমিক নিহত, সড়ক অবরোধ      কানাডার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি      সংজ্ঞার মারপ্যাঁচের আড়ালে বেকারের প্রকৃত সংখ্যা       ধর্ষণের প্রতিবাদে উত্তাল দেশ      ভোরে হঠাৎ থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা      
গ্রামবাংলা
বাঞ্ছারামপুরে অবৈধ বালু উত্তোলন, আটক ৪
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৬:৫৫ পিএম  (ভিজিটর : ২৫০)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের কানাইনগরে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৪টি শক্তিশালী ড্রেজার মেশিন জব্দ করেছেন উপজেলা প্রশাসন।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে অভিযান চালিয়ে অবৈধ ৪ ড্রেজার ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো- নর‌সিংদীর মো. শা‌হিন মিয়া (৩২), মাধব‌দীর মো. আব্দুল্লাহ (২৪), মে‌হেন্দীগঞ্জের মো. সোহাগ (২০),  কানাইনগ‌রের মো. নিরব মিয়া (১৯)। বয়স কম হওয়ায় ২ তরুণকে ছেড়ে দেওয়া হয়েছে।

কানাইনগরের বাজারের পশ্চিম পাশে মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলনের সময় অভিযান পরিচালনা করে ৪টি বড় আকৃতির উচ্চ ক্ষমতা সম্পন্ন ৪টি মেশিন জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন বাঞ্ছারামপুর  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌস আরা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম । 
 
স্থানীয়রা জানান, মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু  উত্তোলন করে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলো বালু দস্যুরা। বালু উত্তোলনের কারণে আমাদের ফসলি জমি-বাড়ি গুলো দিন দিন নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। আমরা জমির মালিকরা তাদের কিছু বললে উল্টো আমাদের বিভিন্ন মামলা হামলার ভয় দেখিয়ে হয়রানি করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বালুদস্যুরা বাঞ্ছারামপুর উপজেলার পার্শ্ববর্তী নরসিংদী জেলার বিভিন্ন এলাকা থেকে বাঞ্ছারামপুর  এসে বহুদিন ধরে প্রভাব খাটিয়ে দৈনিক ১০ হতে ১৫ লাখ ঘনফুট বালু উত্তোলন করে বিক্রি করে দিতো। মাসে তারা প্রায় কোটি টাকা অবৈধ আয় করতো। তাদের ভয়ে মুখ খুলতে সাহস করে না স্থানীয়দের কেউই। এমনকি পুলিশ, সাংবাদিক কেউ তাদের কাছে যেতে পারে না। তাদের অনেকই সশস্ত্র অবস্থায় থাকে বলে জানা গেছে। এই ভয়ংকর বালু দস্যুদের ভয়ে বিগত দুই বছর ধরে বাঞ্ছারামপুর সীমানায় কেউ জলমহাল বা বালু উত্তোলনের ইজারা দেয়া যাচ্ছিলো না। এতে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। 

মজার বিষয় হলো, তাদের যে টাকা জরিমানা বা মোবাইল কোর্টের সাজা দেয়া হোক না কেনো, তারা সেটি অবলীলায় দিয়ে দেয়। সাজা হলে জামিনে এসে ফের সংঘবদ্ধ হয়ে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে। 
 
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌস আরা বলেন, অভিযান পরচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে। আমাদের অভিযান চলমান থাকবে। অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাঞ্ছারামপুর মডেল থানা ও নৌ পুলিশ উপস্থিত ছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, আজ মোবাইল কোর্টে বালুদস্যুতার কারণে ৪ টি ড্রেজার জব্দ ও ৪ জনকে ১৫ দিনের সাজা দেয়া হয়েছে।

জব্দকৃত ড্রেজারগুলোর প্রতিটির বাজার মূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা করে ৪ টির মূল্য প্রায় ২ কোটি টাকার উপরে রয়েছে বলে জানা গেছে।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ধর্ষকদের জন্য ইসলামে যে শাস্তির বিধান
সালথায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
কলাপাড়ায় ডাকাতির চেষ্টা, দুই যুবক আটক
অনলাইন ব্যবসায়ীদের জন্য হাইকোর্টের ৯ নির্দেশনা
তুচ্ছ ঘটনায় ছাত্রদল কর্মী খুন, খুনি আটক

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে ভাতিজার হাত ধরে পালালেন চাচি
আর্থিক সুবিধার বিনিময়ে বিএনপির ১৫ ইউনিয়নে পকেট কমিটি অনুমোদনের অভিযোগ
মোরেলগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলা, বিচারের দাবিতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ায় জমি বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলায় আহত ৩
গাজীপুরে সাংবাদিককে হত্যার হুমকি, দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close