বুধবার, ১৯ মার্চ ২০২৫,
৫ চৈত্র ১৪৩১
বাংলা English

বুধবার, ১৯ মার্চ ২০২৫
শিরোনাম: চীনে উষ্ণ অভ্যর্থনা পেতে যাচ্ছেন ড. ইউনূস      হামজা আমাদের মেসি হয়ে এসেছে: জামাল ভূঁইয়া      বনশ্রীতে শিশু ধর্ষণের অপরাধে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড      আওয়ামীপন্থি দেড় শতাধিক পুলিশ এখনো প্রভাবশালী      ঐক্য গড়তে পারবে কি, ঐকমত্য কমিশন      গাজায় এক রাতে চার'শ নিহত, ‘কেবল মাত্র শুরু’ বললেন নেতানিয়াহু      বাংলাদেশ নিয়ে মন্তব্য যুক্তরাষ্ট্রের কূটনীতি      
রাজনীতি
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে গণমিছিল
ফয়সল আহমেদ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৮:২১ পিএম  (ভিজিটর : ৫১৫)
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনকে সফল করতে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) বিকালে মিছিলটি বাঞ্ছারামপুর উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বিএনপির উপজেলা কার্যালয় মুছা মার্কেটের সামনে এসে এক পথসভা করে।

এ সময় বক্তারা বলেন, আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন যে-কোনো মূল্যে আমাদের সফল করতেই হবে। সেজন্য আমাদেরকে সকল মত ভেদাভেদ ও দ্বন্দ্ব ভুলে গিয়ে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

স্থানীয় বিএনপির নেতারা জানান, জেলা বিএনপিতে থাকা বিবদমান দুটি শক্তিশালী গ্রুপে চরম দ্বন্দ্ব ও বিরোধের কারণে সম্প্রতি কমপক্ষে দুই দফা সম্মেলনের তারিখ স্থগিত করে আগামী ১ ফেব্রুয়ারি ১৬ বছর পর  ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন হতে যাচ্ছে।

স্থানীয় বিএনপির নেতারা বক্তব্যে বলেন, দুই দফা সম্মেলনের তারিখ স্থগিতের পর অবশেষে দলটির ভারপ্রাপ্ত প্রধান, লন্ডনে অবস্থানরত তারেক জিয়ার হস্তক্ষেপ ও কঠোর নির্দেশে এবার তৃতীয় দফায় আগামী ১ ফেব্রুয়ারি সম্মেলনের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়। সেজন্য তারেক জিয়ার নির্দেশে বিএনপির কুমিল্লা বিভাগের দায়িত্বপ্রাপ্ত দলটির কেন্ত্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে এই সম্মেলন সফল করতে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়। আর এই সম্মেলনকে সফল করতেই আজ বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির গণমিছিলটি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির কাউন্সল সফল করতে বাঞ্ছারামপুরে গণ মিছিল।

উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবু কালামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুসা, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্ম হারুনুর রশিদ আকাশ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এইচ জেড শুকরি সেলিম চিশতী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মাঝি, উপজেলা বিএনপির সদস্য হানিফ মিয়া মাঝি, বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর হাসান, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক কামাল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব লিটন সরকার, উপজেলা মহিলা দলের সভাপতি শারমিন আক্তার রোমা, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার, উপজেলা নবীন দলের সভাপতি মাহবুব হাসান বাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ হৃদয় ও ১৩টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগনসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জানা যায়, আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনকে স্বাগত জানিয়ে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণ মিছিল করেছেন। সম্মেলনকে সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন নেতাকর্মীরা।

মুঠোফোনে বিএনপি সাধারণ সম্পাদক একেএম মুছা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কাঙ্খিত কাউন্সিল হচ্ছে আগামী ১ ফেব্রুয়ারি। সেই কাউন্সিলকে সফল করার লক্ষ্যে এবং কবির ভূঁইয়ার হাতকে শক্তিশালী করার জন্য এবং আগামী দিনে আমরা কবির ভূঁইয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কর্ণধার হিসেবে দেখতে চাই। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সব সময় ঐক্যবদ্ধ ছিল সব সময় ঐক্যবদ্ধ থাকবে। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এবং সাধারণ সম্পাদক একে এম ভিপি মুসার নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনকে বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।

কেকে/এএম


মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চীনে উষ্ণ অভ্যর্থনা পেতে যাচ্ছেন ড. ইউনূস
জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ পল্লবীর সেহরি মাহফিল অনুষ্ঠিত
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
বাংলাদেশ কৃষি ব্যাংকে ‘রেমিট্যান্স উৎসব ২০২৫’ এর ড্র অনুষ্ঠিত
হামজা আমাদের মেসি হয়ে এসেছে: জামাল ভূঁইয়া

সর্বাধিক পঠিত

রূপগঞ্জে বাড়িঘরে হামলা, মালামাল লুটসহ ৩ জনকে কুপিয়ে জখম
গাজার প্রধানমন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের
আদিতমারীতে নবাগত ইউএনও'র সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত
বাকৃবিসাসের ভ্রাতৃত্বের ডাকে এক ছাদের নিচে বিশ্ববিদ্যালয়ের সব সংগঠন
পাঁচশত বছরের পুরোনো শাহী মসজিদ লোকমুখে প্রচলিত ‘গায়েবি মসজিদ’

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close