জনগণকে অবশ্যই সঠিক সেবা দিতে হবে জানিয়ে আইইবি’র সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু বলেন, মানুষকে দিনের পর দিন ঘুরিয়ে হয়রানি করে অবৈধ উপায়ে কাজ করা যাবে না।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) আইইবি’র সদর দফতরে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা কাজে নেমে পড়েছি। অবশ্যই এদেশের জনগণকে আমাদের সেবা দিতে হবে। সত্যি কথা বলি, একজন একটা কাজ নিয়ে এসেছে- পারলে হ্যাঁ। দিনের পর দিন ঘুরিয়ে হয়রানি করে অবৈধ উপায়ে কাজ করবো, এটা আমি করি না। পারলে হ্যাঁ, না পারলে ‘না’ বলে দেই।’
সারা জীবনের অভিজ্ঞতার আলোকে রিয়াজুল ইসলাম রিজু বলেন, আমরা টিম হিসেবে কাজ করবো। এতে কাজের মধ্যে কোনো ব্যাগাত ঘটে না।
এছাড়া কর্মকর্তাদের তিনি বলেন, একটা সময় ছিল মানুষ সরকারি চাকরি করত না। প্রাইভেট চাকরি করত উচ্চ বেতনের জন্য। এখন সরকারি চাকরিতে বেতন কম না। কাজেই, আমরা কোনো অবৈধ পন্থা অবলম্বন করব না। জনগণকে সর্বোচ্চ সেবা দিব। কোনো রকম অবৈধ পন্থা আমরা অবলম্বন করব না।
প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, আপার লেভেল থেকে লোয়ার লেভেল পর্যন্ত আমরা কোনো অবৈধ পন্থায় যাব না। এই বার্তা লোয়ার লেভেল পর্যন্ত পৌঁছাতে হবে। তাদের সমস্যা সম্পর্কে জানতে হবে, সেগুলো শুনতে হবে। সমাধানের চেষ্টা করা হবে। আমরা না পারলে চেয়ারম্যানকে জানানো হবে। এরপরও সমাধান না হলে মন্ত্রণালয়ের সহযোগিতা নেয়া হবে। এমনকি প্রধান উদেষ্টার সহযোগিতা লাগলে, আমরা সেটাও করব। তাহলে আমরা কেন ভাল সেবা দিতে পারবো না? অবশ্যই আমরা সার্ভিস দিব।
তিনি আরো বলেন, আমাদের কর্মকর্তা-কর্মচারিদের যদি কোনো ন্যায্য দাবি থাকে, সেটাও আমরা শুনব এবং দেখব।
এসময় সবার সহযোগিতা চেয়ে তিনি সভা শেষ করেন।
কেকে/এজে