নোয়াখালীর চাটখিলে শাহাদাত হোসেন শুভ (৩০) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে পুলিশ যুবকের বাড়ি উপজেলার দক্ষিন রামনারায়ণপুরের চান মিয়া মুন্সি বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করে।
শাহাদাত হোসেন শুভ ওই বাড়ির মৃত শাহজাহানের ছেলে। শুভর পরিবার এবং একাধিক সূত্র থেকে থেকে নিশ্চিত হওয়া যায় শুভ মাদকাসক্ত ছিল।
পরিবারের দাবি- সকালবেলা ঘুম থেকে উঠে তারা শুভকে বিছানায় মৃত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে।
অন্য একটি সূত্র দাবি করছে- শুভ মাদকাসক্ত অবস্থায় পরিবারে বিভিন্ন সময় বিশৃঙ্খলা অবস্থা তৈরি করে থাকত। তার মা, ছোট ভাইসহ পরিবারের সদস্যদের উপরে নানাভাবে নির্যাতন চালাত। এতে পরিবারের লোকজন ক্ষীপ্ত হয়ে শুভকে মারধর করে। এতেই তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে সূত্রটি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য উদঘাটন হবে বলে জানায় পুলিশ।
কেকে/এজে