রবিবার, ২০ এপ্রিল ২০২৫,
৭ বৈশাখ ১৪৩২
বাংলা English

রবিবার, ২০ এপ্রিল ২০২৫
শিরোনাম: গণতন্ত্রের কোনও বিকল্প নাই: মির্জা ফখরুল      উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস-প্রেস সচিবের বিরুদ্ধে অভিযোগ      প্রতীক্ষা শেষে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ      রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে      বাজে হারে অনিশ্চয়তায় টাইগ্রেসদের বিশ্বকাপ স্বপ্ন       আগামী নির্বাচন ইতিহাসের সর্বোত্তম নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা       ফ্যাসিবাদীদের বিদায় হয়েছে, ফ্যাসিবাদ এখনো যায়নি: জামায়াত আমির      
গ্রামবাংলা
কৃষক-ক্ষেতমজুরদের ন্যায্য অধিকার আদায়ে কটিয়াদীতে জনসভা
শাহরিয়ার সুলতান প্রিন্স, কটিয়াদী (কিশোরগঞ্জ)
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৪:১০ পিএম  (ভিজিটর : ১৫০)
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ কৃষক সমিতি ও ক্ষেতমজুর সমিতির জাতীয় কর্মসূচির অংশ হিসেবে কটিয়াদীতে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৫টায় মানিকখালী রেলওয়ে চত্বরে কটিয়াদী সংগ্রাম পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

ক্ষেতমজুর নেতা সেলিম খানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন কৃষক সমিতির কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সরকার মোস্তফা কামাল নান্দু, ট্রেড ইউনিয়নের জেলা সম্পাদক শ্রমিক নেতা আ. রহমান রুমি, ক্ষেতমজুর নেতা রঞ্জিত সরকার, আবুল হাসেম মাস্টার, শেখ জমসেদ, আ. কাদির ও কৃষক নেতা জামাল উদ্দিন। সভা পরিচালনা করেন কৃষক সমিতির কটিয়াদী উপজেলা সহ-সাধারণ সম্পাদক ফজলুর রহমান।

বক্তারা বলেন, কৃষক, ক্ষেতমজুর ও শ্রমজীবী মানুষ নানান সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কৃষি উপকরণের দাম কমাতে হবে, কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে, কৃষকদের স্বল্প সুদে সহজ পদ্ধতিতে কৃষি ঋণ দিতে হবে, প্রয়োজনে সরকারকে কৃষিখাতে ভর্তুকি দিতে হবে, প্রতি ইউনিয়নে সরকারি ভাবে ধান ক্রয় কেন্দ্র চালু করতে হবে, দেশের সকল নাগরিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। স্থানীয় ক্লিনিক ও হাসপাতালগুলোতে ওষুধের বরাদ্দ বাড়াতে হবে। অমানবিকভাবে খাজনা আদায় বন্ধ করতে হবে। জমা খারিজ প্রক্রিয়া সহজ ও হয়রানিমুক্ত করতে হবে। আইডি কার্ড, জন্মনিবন্ধন সংশোধন সহজ করার উদ্যোগ নিতে হবে। প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকগুলোর চিকিৎসা খরচ নিয়ন্ত্রণ করতে হবে।

রেজিস্ট্রারি ও ভূমি মন্ত্রণালয়ের জটিলতার কারণে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। জমির দলিল, উত্তরাধিকার সনদ ও সম্পত্তির বণ্টনপত্র তৈরি করতে গিয়ে দুর্নীতির কবলে পড়তে হচ্ছে। একই ব্যক্তির একাধিক নামে সরকারি নথি থাকায় অনেকে জমি ও সম্পত্তি সংক্রান্ত কাজে নানা সমস্যার মুখে পড়ছেন। এসব সমস্যার দ্রুত সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

জনসভায় বক্তারা চিকিৎসাসেবার বাণিজ্যিকীকরণের সমালোচনা করেন। দালালদের দৌরাত্ম্য বন্ধ এবং গরিব রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারীরা সরকারের প্রতি দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘অবশেষে নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’
সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুরের মধ্যে পুরুষ লেমুর উদ্ধার
মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে নারীসহ আটক আটক ৩
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু
ইমারত নির্মাণে ব্যত্যয় হলে সংযোগ বিচ্ছিন্ন

সর্বাধিক পঠিত

ভাতিজার সাথে পরকীয়ায় লিপ্ত চাচী, হাতেনাতে ধরলো স্বামী
টঙ্গীতে দুই শিশু হত্যায় গ্রেফতার মা
মদনে ১২ বছরের মেয়ে ২ মাসের অন্ত:সত্ত্বা
‘অবশেষে নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’
সালথায় যুবকের লাশ উদ্ধার

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close