শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও অস্ট্রেলিয়ার এসএই ইউনিভার্সিটির মধ্যে ক্রেডিট ট্রান্সফার সংক্রান্ত সমঝোতা চুক্তি (এমওইউ) সাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে উভয় প্রতিষ্ঠানের সভাকক্ষ থেকে ভার্চুয়ালি আয়োজিত এ অনুষ্ঠানে শান্ত-মারিয়াম ইন্সটিটিউট অব ক্রিয়েটিভ টেকনোলজির অ্যাডভাইজার আবদুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় এগ্রিমেন্ট সাইনিং সেরেমনি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এসএই ইউনিভার্সিটি কলেজের মহাব্যবস্থাপক (জিএম) ড. লুক ম্যাকমিলান এবং শান্ত-মারিয়ামের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম এই চুক্তিপত্রে সাক্ষর করেন।
চুক্তি সাক্ষর আয়োজনে এসএই ইউনিভার্সিটির পক্ষে বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানটির হেড অব এডুকেশন পার্টনারশিপ মিসেস জেন্না শিলার, ম্যানেজার ও এডুকেশন পার্টনারশিপ ড. মাগালি ম্যাকডাফি, রিজিওনাল ডিরেক্টর জনাব জহির উদ্দিন, নাভিটাস গেস জনাব মুস্তাফিজুর রহমান।
এদিকে শান্ত-মারিয়ামের পক্ষে বক্তব্য রাখেন- শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুল কবীর।
এ সময় মিনিস্ট্রি অব ফরেণ অ্যাফেয়ার্সের সেক্রেটারি ড. মো. নজরুল ইসলাম, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর মোহাম্মদ মোবারক হোসাইন, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, বিওটি সেক্রেটারি শাকিল হোসেন ও ডেপুটি রেজিস্ট্রার নাসিম আল রশিদসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/এএম