বাংলাদেশে বাণিজ্য ও উন্নয়ন সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ঢাকায় জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনইচি। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ সমর্থনও জানান তিনি।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশে নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনইচি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।।
রাষ্ট্রদূত বলেন, আমরা বাংলাদেশে আমাদের ব্যবসা চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। শুধু চালিয়েই যাব না, বরং আরও সম্প্রসারণ করব। এসময় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনাও হয়।
প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের অব্যাহত সহায়তার জন্য জাপানকে ধন্যবাদ জানান এবং রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য একটি টেকসই সমাধান খুঁজে বের করার জন্য সমর্থন চান।
কেকে/এইচএস