সোমবার, ১০ মার্চ ২০২৫,
২৬ ফাল্গুন ১৪৩১
বাংলা English

সোমবার, ১০ মার্চ ২০২৫
শিরোনাম: কানাডার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি      সংজ্ঞার মারপ্যাঁচের আড়ালে বেকারের প্রকৃত সংখ্যা       ধর্ষণের প্রতিবাদে উত্তাল দেশ      ভোরে হঠাৎ থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা      কিউইদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের      ঈদে এক সপ্তাহ আগেই বেতন পাবেন সরকারি কর্মচারীরা      মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ      
গ্রামবাংলা
চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, ডাক্তারের নামের পাশে ভুয়া পদবি
মেরাজ নাছিম, কিশোরগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৯:০২ পিএম  (ভিজিটর : ৪০৬)
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

কিশোরগঞ্জে সিজারে অবহেলার কারণে রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় পৌর শহরের একরামপুর এলাকায় দি ল্যাব এইড জেনারেল হাসপাতালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই চিকিৎসকের নাম ডা. তাবাসসুম ফেরদৌস। তিনি ওই হাসপাতালের গাইনী বন্ধ্যাত্ব স্ত্রী রোগের চিকিৎসক ও সার্জন। অবহেলায় মারা যাওয়া নারীর নাম আকলিমা আক্তার (৩২)। তিনি সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কলাপাড়া এলাকার সবজি ব্যবসায়ী আলম হাসানের স্ত্রী।

জানা যায়, সন্তান প্রসবের জন্য আকলিমা আক্তারকে দি ল্যাব এইড জেনারেল হাসপাতালে নিয়ে যায় তার স্বামী ও আত্মীয়রা। এ সময় রোগীকে জরুরি সিজারের কথা বলেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা। সিজারে নিয়ে যাওয়ার পর দুপুর ১টায় সেখানে সন্তানের জন্ম দেয় আকলিমা আক্তার। ততক্ষণে মৃত্যু পথযাত্রী আকলিমা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সিজারের পর কোনোভাবে রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। পেটে কাটা জায়গায় কোনোভাবেই সেলাই করা সম্ভব হচ্ছে না। দ্রুত আকলিমাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। রোগীর আত্মীয়রা কিছু বুঝে উঠার আগেই হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই অ্যাম্বুলেন্স ভাড়া করে দ্রুত রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেখানে মারা যায় আকলিমা।

নিহত আকলিমার স্বামী আলম হাসান বলেন, আমার এক আত্মীয়ের কথায় দি ল্যাব এইড হাসপাতালে স্ত্রীর সিজার করতে নিয়ে যায়। সেখানে গিয়ে ডাক্তার ও হাসপাতালের লোকজনের সাথে কথা বলি। আমার স্ত্রীর এটি ৪র্থ সিজার ছিল। তারা বলেছে সমস্যা নাই। ডাক্তার ও হাসপাতালের লোকজনকে বলেছি তারপরও তারা কোনো গুরুত্ব দেয়নি। তারা পারবে না এই বিষয়টি আমাকে বলে নাই। তাদের অবহেলার কারণে আমার স্ত্রী রক্তক্ষরণে মারা গেছে। রক্তক্ষরণ শুরু হলে তারা আমাদের না জানিয়ে নিজেরাই অ্যাম্বুলেন্স ভাড়া করে। পারে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যায়, সেখানে আমার স্ত্রী মারা যায়। আমি গরিব মানুষ সবজির ব্যবসা করি। এখন মনটা খারাপ তাই পরিবারের সদস্যদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেবো। আমি এর বিচার চাই।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক হারুণ অর রশিদ বলেন, আকলিমা ভর্তি হওয়ার পর তার সকল ধরনের পরীক্ষা করানো হয়েছে। আমাদের কোনো সমস্যা নাই। আমাদের সকল কাগজপত্র ঠিক আছে। ডাক্তারের কোনো সমস্যা নাই। এই ডাক্তার আরো অপারেশন করেছে। অপারেশন করলে এমনটা হওয়া স্বাভাবিক। আমরা চেষ্টা করেছি কিন্তু অপারেশনের পর রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় আকলিমাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছি। সেখানে সে মারা যায়।

এদিকে তথ্য আসে চিকিৎসক ডা. তাবাসসুম ফেরদৌস নামের পাশে যে পদবি ব্যবহার করেছেন তার মধ্যে একটি তথ্য ভুয়া। একই সাথে তার সিজার করার মতো সরকারের পক্ষ থেকে সেই ডিগ্রি তিনি অর্জন করেননি।

হাসপাতালের চেম্বারে লেখা রয়েছে ডা. তাবাসসুম ফেরদৌস তিনি এমবিবিএস ডিএমইউ (আল্ট্রাসনোগ্রাম), পিজিটি (গাইনী অ্যান্ড অবস্), প্রাক্তণ মেডিকেল অফিসার ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল। অনারারী মেডিকেল অফিসার শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, কিশোরগঞ্জ।

অনারারী মেডিকেল অফিসার হিসেবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ডা. তাবাসসুম ফেরদৌস কর্মরত আছেন কি না জানতে চাওয়া হলে হাসপাতালটির পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার বলেন, এই নামে কোনো চিকিৎসক তার এখানে কর্মরত নেই। প্রতারণা করে নাম ব্যবহার করেছেন। তিনি এই বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিচারের জন্য জোর দাবি জানিয়েছেন। এটি বড় ধরনের প্রতারণা। বিষয়টি নিয়ে তিনি কথা বলবেন।

তবে তিনি মনে করেন, ডা. তাবাসসুম ফেরদৌসের সিজার না করায় ভালো ছিল। তার সিজার করা ঠিক হয়নি, উচিত না। কারণ সেই অভিজ্ঞতা ও সরকারের পক্ষ থেকে তিনি অনুমোদন প্রাপ্ত নন।

অভিযোগের বিষয়ে জানতে ডা. তাবাসসুম ফেরদৌসের ভিজিটিং কার্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম বলেন, আমি অফিসের কাজে ঢাকা রয়েছি। বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আকলিমা আক্তার মারা যাওয়ার বিষয়টি জানার পর তার বাড়িতে পুলিশ পাঠিয়েছি। পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেকে/এএম


আরও সংবাদ   বিষয়:  রোগীর মৃত্যু   ভুয়া ডাক্তার   কিশোরগঞ্জ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কানাডার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি
টিসিবির কার্ড বিতরণে নেতার মৃত্যু, বিএনপির সভাপতিসহ স্থায়ী বহিষ্কার ৩
সংজ্ঞার মারপ্যাঁচের আড়ালে বেকারের প্রকৃত সংখ্যা
ধর্ষণের প্রতিবাদে উত্তাল দেশ
পাটগ্রামে ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে ভাতিজার হাত ধরে পালালেন চাচি
আর্থিক সুবিধার বিনিময়ে বিএনপির ১৫ ইউনিয়নে পকেট কমিটি অনুমোদনের অভিযোগ
মোরেলগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলা, বিচারের দাবিতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ায় জমি বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলায় আহত ৩
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close