নারী সহকর্মীকে নিয়ে ডরমিটরিতে রাত্রিযাপনের অভিযোগে সিলেট হাইটেক পার্কের উপ-পরিচালক (পরিকল্পনা) মোহাম্মদ আতিকুল ইসলামকে সাময়িক বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রকল্প পরিচালক থাকা অবস্থায় নিজেকে আহ্বায়ক করে দরপত্র মূল্যায়ন কমিটি গঠন করে বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের এক অফিস আদেশে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
আদেশে বলা হয়- মোহাম্মদ আতিকুল ইসলাম, উপ-পরিচালক (পরিকল্পনা), হাইটেক পার্ক, সিলেট (সংযুক্ত) এবং সাবেক প্রকল্প পরিচালক, আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (১৪টি) প্রকল্প। প্রকল্পের পরিচালকের দায়িত্বে থাকা অবস্থায় প্রকল্প পরিচালককে তথা নিজেকে আহ্বায়ক করে দরপত্র মূল্যায়ন কমিটি গঠনের প্রস্তাব পাঠানোর মাধ্যমে বিধি লঙ্ঘন করেন মর্মে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে।
আরো বলা হয়েছে, সরকারি কাজের অংশ হিসেবে ২০২৩ সালের ২২ জুন যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ডরমিটরিতে রাত্রিযাপন করেন। রাত্রিযাপনকালে প্রকল্পের নারী সহকর্মী, সহকারী প্রকৌশলীর (ই/এম) সঙ্গে রাত ১১টা ১১ মিনিট হতে রাত ২টা ৫৮ মিনিট পর্যন্ত এবং রাত ৩টা ২ মিনিট হতে ভোর ৫টা ১৪ মিনিট পর্যন্ত একই কক্ষে দীর্ঘসময় অবস্থান করেছেন, যা একজন সরকারি কর্মচারী হিসেবে শিষ্টাচারবহির্ভূত আচরণ তথা অসদাচরণ মর্মে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এজন্য তাকে সাময়িক বরখাস্ত করা হলো।
কেকে/এজে