রবিবার, ২০ এপ্রিল ২০২৫,
৭ বৈশাখ ১৪৩২
বাংলা English

রবিবার, ২০ এপ্রিল ২০২৫
শিরোনাম: শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের আদেশ      এনসিপির হাত ধরে আ.লীগের পুনর্বাসন      গণতন্ত্রের কোনও বিকল্প নাই: মির্জা ফখরুল      উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস-প্রেস সচিবের বিরুদ্ধে অভিযোগ      প্রতীক্ষা শেষে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ      রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে      বাজে হারে অনিশ্চয়তায় টাইগ্রেসদের বিশ্বকাপ স্বপ্ন       
সাহিত্য
বইমেলায় আসছে মোহাম্মদ রাজিবুল হাসানের নতুন বই
সাহিত্য ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৩:৪০ পিএম  (ভিজিটর : ১৬২)
মোহাম্মদ রাজিবুল হাসান

মোহাম্মদ রাজিবুল হাসান

বইমেলা ২০২৫ আসছে মোহাম্মদ রাজিবুল হাসানের দুটি অনুবাদ গ্রন্থ ও একটি কবিতার বই। গান লেখার পাশাপাশি এখন মূলত বই মেলার বই অনুবাদ নিয়েই ব্যস্ত সময় কাটছে তার।

মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও কোনো গোঁড়ামি তাকে কোনোভাবেই স্পর্শ করতে পারেনি। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তিনি মানবতাকে গুরুত্ব দিয়েছেন সবচেয়ে বেশি। লিখেছেন দেড় শতাধিক ইসলামী সংগীত, হামদ ও নাত-এ-রাসুল। পাশাপাশি লিখেছেন শতাধিক শ্যামাসংগীত, আগমনী গান, কীর্তন ও ভক্তিগীতি। বলছি ভ্রমণপিপাসু ও রাতের গহীন অন্ধকারে একাকী হাঁটতে ভালোবাসা একজন মানুষ, মোহাম্মদ রাজিবুল হাসানের কথা। যিনি সবসময় প্রচারবিমুখ ছিলেন। কবিতা দিয়ে হাতেখড়ি হলেও লিখেছেন বিভিন্ন বই ও অনুবাদ গ্রন্থ।

এর মধ্যে উল্লেখযোগ্য ‘বরফ গলার ইতিকথা’,‘দ্য ফাইভ লাভ ল্যাগুয়েজ’ ও ‘আল কোরআন দ্য আলটিমেট মিরাকেল’-এর মতো বিখ্যাত সব বইয়ের অনুবাদ। তার রয়েছে দুই শতাধিক আধুনিক গানসহ ভাটিয়ালি ও ফোক ঘরনার গান। তার লেখা গান বাংলাদেশের স্বনামধন্য শিল্পীরা ছাড়াও ভারতের অনেকেই গেয়েছেন। রাহাত আরা গীতি, ড. প্রিয়াংকা গোপ, বিজন মিস্ত্রি, কাফি মাহমুদ, মাহমুদুল হাসান, বিজয়া সেনগুপ্তা, আলমগীর পারভেজ সুমন, বিমান চন্দ্র বিশ্বাস, শিমু দে, রতন সাহা, শহীদ খান, অর্চনা মালাকার, রেহানা পারভিন হাসি, মঞ্জুসা চক্রবর্তী, শতরুপা রায় কর, ত্রিবেনী পান্না, তমালিকা হালদার, শাহীন এস বি, মোহাম্মদ সাইফুল ইসলাম, অরুণ চৌধুরী, রোবাইদা বিনতে ইসলাম দীনা, নুসরাত মাতিন ও রাহিদা লগ্নাসহ অনেকে। সম্প্রতি তার লেখা একটি শ্যামাসংগীত শ্রোতা মহলে ব্যাপক সাড়া ফেলেছে। ‘আর কিছু চাইনা মাগো তোমার করুণা ছাড়া’ শিরোনামে গানটিতে সুর দিয়েছেন কানাডা প্রবাসী সংগীতশিল্পী ও সুরকার সোনালী রায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের প্রতিথযশা সংগীতশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. প্রিয়াংকা গোপ।

নতুন গান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আরও বেশ কটি গান নিয়ে কাজ চলছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো সোনালী রায়ের সুরে ও ড. প্রিয়াংকা গোপের কণ্ঠে ‘জয়জয়ন্তী ও মেঘ মল্লা রাগে’। চমৎকার দুটি বর্ষার গান, মাহমুদুল হাসানের সুর ও কণ্ঠে একটি ভক্তি গীতি ও একটি আধুনিক গান, সোনালী রায়ের সুরে বিজন মিস্ত্রীর কণ্ঠে একটি শ্যামাসংগীত, অনুপম হালদারের সুরে আরেকটি আধুনিক গান, কমল কৃষ্ণের (কলকাতা) সুরে রেহানা পারভিন হাসির কন্ঠে আধুনিক গান, কমল কৃষ্ণের আরও একটি আধুনিক গান গাইবেন তাপসী রায় এবং কমল কৃষ্ণের সুরে ও বিমান চন্দ্র বিশ্বাসের কন্ঠে আসছে একটি ভাটিয়ালী গান।

শ্যামাসংগীতের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ রাজিবুল হাসান বলেন, প্রতিটি ধর্মের মূল ভিত্তি একই শুধু ধর্মীয় অনুশীলন আলাদা আলাদা। তাই প্রতিটি মানুষের প্রতিটি ধর্মীয় কালচারকে শ্রদ্ধা করা নৈতিক দায়িত্ব বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, লেখার পাশাপাশি তিনি কাজী নজরুল ইসলামকে নিয়ে নিরবচ্ছিন্নভাবে গবেষণা করে চলেছেন। কাজী নজরুল ইসলাম ও তার সৃষ্টিকর্ম নিয়ে লিখছেন বেশ কিছু প্রবন্ধ ও গল্প। বর্তমানে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা নিয়ে একটি বই লেখার কাছ চলমান রয়েছে।

১৯৮৮ সালের ১ মার্চ জামালপুর জেলার মাদারগঞ্জ থানা গোপালপুর গ্রামে জন্মেছেন রাজিবুল। পড়াশোনায় অমনোযোগী, অত্যন্ত দূরন্ত এবং ডানপিটে স্বভাবের ছেলে ছিলেন তিনি। বাবা এসএম রেজাউল করিম একজন ব্যবসায়ী, মা ইমরোজ হাসানা একজন অবসরপ্রাপ্ত স্কুল-শিক্ষিকা। ছোটবোন তানিয়া ও তন্ময়। তিনি ময়মনসিংহের নাসিরাবদ কলেজ থেকে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক ও আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পরে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে আ্যপারেলস মার্চেন্ডাইজিংয়ে এমবিএ করেছেন। তারপর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ওপর এমবিএ করার পর আইপিএম থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পিজিডি-এইচআরএম সম্পন্ন করেন। বর্তমানে তিনি এম ফিল কোর্সে অধ্যয়নরত আছেন। তার জীবন কখনোই কুসুমাস্তীর্ন ছিলোনা। ছোটবেলা থেকেই নানাবিধ বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে তাকে। ছাত্রজীবন থেকেই পার্ট টাইম চাকরি করে পড়াশোনার খরচ যোগাতে হয়েছে তাকে। রাজিবুল এফ এম মেথড ইংলিশ টিচিং ইনস্টিটিউটে প্রায় ৮ বছর শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি স্ত্রী রোবাইদা বিনতে ইসলাম দীনা ও এক ছেলে রিয়াসাত আবরারকে নিয়ে রাজধানীতে বসবাস করছেন। কর্মজীবন কাটছে নারায়ণগঞ্জের তৈরি পোশাক কারখানা ফকির অ্যাপারেলস লিমিটেডে।

কেকে/এএম

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রাজধানীতে আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের আদেশ
হবিগঞ্জ-বানিয়াচং সড়কে কোম্পানির গাড়িতে ডাকাতি
পুরুষ হয়ে নারী সেজে টাকা উপার্জনের ধান্দা ‘জুতির মা’
কূটনৈতিক বাকযুদ্ধে বাংলাদেশ-ভারত

সর্বাধিক পঠিত

ভাতিজার সাথে পরকীয়ায় লিপ্ত চাচী, হাতেনাতে ধরলো স্বামী
পুরুষ হয়ে নারী সেজে টাকা উপার্জনের ধান্দা ‘জুতির মা’
মদনে ১২ বছরের মেয়ে ২ মাসের অন্ত:সত্ত্বা
‘অবশেষে নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’
সালথায় যুবকের লাশ উদ্ধার

সাহিত্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close