শনিবার, ১৯ এপ্রিল ২০২৫,
৬ বৈশাখ ১৪৩২
বাংলা English

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
শিরোনাম: রাষ্ট্রের গুণগত মৌলিক পরিবর্তনে জনগণের অধিকার রক্ষা করবে: নাহিদ      হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন      পেঁয়াজে পুরনো সিন্ডিকেট      রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত      অনিয়মে নিমজ্জিত মেঘনা গ্রুপ      যুক্তরাষ্ট্রদোহী আন্দোলনে ভিসা বাতিল হওয়া অর্ধেকই ভারতীয় শিক্ষার্থী      সুতার বাজার হারিয়ে দিশাহারা ভারত       
গ্রামবাংলা
সুন্দরগঞ্জে সম্ভাবনার শীতবস্ত্র বিতরণ
সুদীপ্ত শামীম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৫:৩৪ পিএম আপডেট: ৩১.০১.২০২৫ ৫:৪৩ পিএম  (ভিজিটর : ১৬৮)
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

শীতের তীব্র কষ্ট লাঘবে ‘পুষ্পকলি শীত উৎসব ২০২৪’-এর অংশ হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জে ৫ শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ‘সম্ভাবনা’।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে বেলকা ইউনিয়নের মহিষবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সম্ভাবনা’ এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘রিয়েল চেঞ্জ অব বাংলাদেশ’র সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে সোয়েটার, প্যান্ট এবং মোজা বিতরণ করা হয়।

এ সময় ক্রিকেট সংগঠক ও প্রশিক্ষক নারী ক্রিকেটার আরিফা জাহান বীথি, ক্রিকেটার হালিমা আক্তার, শানু আক্তার, সাখাওয়াত হোসেন, আরসিবির উপদেষ্টা ফেরদৌস সরকার, মোফাখখারুল মান্নান, ডা. রফিকুল ইসলাম, মনজুরুল মান্নান, সাংবাদিক সুদীপ্ত শামীম, আরসিবি সভাপতি হাবিবুল্লাহ সরকার, সাবেক সভাপতি হুমায়ুন কবির, আরসিবির সাংগঠনিক মোছাদ্দেক সরকার মুহিত, আরসিবি সদস্য জিএম মাহদী প্রমুখ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র পেয়ে খুশি সুবিধাবঞ্চিত মানুষরা। তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ শীতার্তদের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বেলকা নবাবগঞ্জ গ্রামের রহিমা বেগম বলেন, শীতের রাতে ঘুমানো দায় হয়ে গেছিল। একটা পাতলা শাড়ি দিয়ে কোনো রকমে দিন কাটাইতেছিলাম। এই কম্বলটা পেয়ে একটু হলেও আরাম পাবো। আল্লাহ ওদের ভালো করুক।

স্থানীয় কৃষক আব্দুল খালেক বলেন, গরিব মানুষ, নিজের একটা ভালো গরম কাপড় কেনার সামর্থ্য নাই। শীত পড়লে খুব কষ্ট হয়, বিশেষ করে সকালে কাজে বের হলে। এই শীতবস্ত্র পেয়ে খুব উপকার হলো। আল্লাহ যেন এদের আরও শক্তি দেয়, যাতে আমাদের মতো মানুষের পাশে দাঁড়াইতে পারে।

মহিষবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রাসেল হাসান জানায়, আমি আগে খুব কাঁপতাম, হাত-পা বরফের মতো ঠান্ডা হয়ে যেত। কিন্তু এখন একটা গরম সোয়েটার পেয়েছি। এটা পরে স্কুলে যেতে পারব, খেলতে পারব। খুব ভালো লাগছে!

রিয়েল চেঞ্জ অব বাংলাদেশ-এর সভাপতি হাবিবুল্লাহ সরকার বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। আমরা ভবিষ্যতেও এ কার্যক্রম চালিয়ে যেতে চাই।

সাংবাদিক ও সংগঠক সুদীপ্ত শামীম বলেন, শীতবস্ত্র বিতরণ শুধু একটি সামাজিক দায়বদ্ধতা নয়, এটি মানুষের প্রতি দায়িত্ববোধেরও অংশ। সমাজের সকলেরই উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের প্রধান সমন্বয়ক।ক্রিকেটার আরিফা জাহান বীথি বলেন, খেলার মাঠে যেমন দলগত চেষ্টায় জয় আসে, তেমনি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতেও সম্মিলিত উদ্যোগ দরকার। আমরা যারা সামর্থ্যবান, তাদের উচিত শীতার্তদের পাশে দাঁড়ানো। শীত শুধু একটা ঋতু নয়, অনেক মানুষের জন্য দুঃখের সময় হয়ে ওঠে। আমরা চাই, সবাই মিলে মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের উদ্যোগ আরও বাড়িয়ে তুলবে।

তিনি আরো বলেন, সম্ভাবনা ও রিয়েল চেঞ্জ অব বাংলাদেশ-এর সঙ্গে এ উদ্যোগে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমরা যদি একসঙ্গে এগিয়ে আসি, তাহলে সমাজের অনেক অসহায় মানুষ একটু উষ্ণতা পাবে। ভবিষ্যতেও এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সিমেবি'র ভিসিকে বেতনবঞ্চিতদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম
রেলের ধাক্কায় রাউজানে আহত দন্ত চিকিৎসকের মৃত্যু
গজারিয়ায় শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
রাবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা: আসন প্রতি লড়ছেন ৫১ পরীক্ষার্থী
রাষ্ট্রের গুণগত মৌলিক পরিবর্তনে জনগণের অধিকার রক্ষা করবে: নাহিদ

সর্বাধিক পঠিত

প্রভাবশালীরা গিলে খাচ্ছেন হাওরের জমি, হুমকির মুখে জীববৈচিত্র্য
ফতুল্লায় যুবককে গুলি করে হত্যায় প্রধান আসামী বাবু গ্রেফতার
স্কুলে শিক্ষক থাকলেও, শিক্ষার্থী কেবল কাগজে-কলমে
বিএনপি নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে
টঙ্গীতে দুই শিশুকে জবাই করে হত্যা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close