গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে চলমান বিশ্ব ইজতেমায় আব্দুল কুদ্দুস গাজী (৬০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ইজতেমা মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল কুদ্দুস গাজী খুলনার ডুমুরিয়া সদরের ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। তার জানাজা জুমার নামাজ শেষে ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়। জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের হোসেন।
এর আগে সকালে পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ান এবং মাওলানা নুরুর রহমানের বাংলা তরজমার মাধ্যমে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। এছাড়া ভারতের মাওলানা ফারাহিম শিক্ষকদের উদ্দেশে বিশেষ বয়ান দেন।
গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার বয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া এই ইজতেমা রোববার সকাল সাড়ে ১০টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দেশব্যাপী তাবলীগ অনুসারীদের দুই পর্বে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্বে দেশের ৪১টি জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা অংশগ্রহণ করেছেন। দ্বিতীয় পর্বে অংশ নেবেন ২২টি জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা।